মরকেলের পরামর্শেই সফল সাকিব-ইয়াসিররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিম ভাই সভাপতি হলে ক্রিকেটারদের জন্য ভালো হবে: রাব্বি

১৪ সেপ্টেম্বর ২৫
ইয়াসির আলী রাব্বি, ক্রিকফ্রেঞ্জি

পাওয়ার হিটিং নিয়ে বাংলাদেশের আক্ষেপ অনেক দিনের। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে কম বলে বেশি রান করে দলের পুঁজি শক্ত অবস্থানে নিয়ে যাবে এমন প্রত্যাশা থাকলেও সেটা কেউই সেভাবে পূরণ করতে পারেননি। পুরো বিশ্ব ক্রিকেট যখন পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে শুরু করেছে তখন বাংলাদেশও সে পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। 


দক্ষিণ আফ্রিকার মাটিতে পাওয়ার হিটিং দিয়ে সফলতা পেতে মাত্র পাঁচ দিনের জন্য পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়েছে অ্যালবি মরকেল। যদিও দলের সঙ্গে কেবল মাত্র দুদিন কাজ করার সুযোগ পেয়েছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান। 


promotional_ad

খুব বেশি কিছু শেখাতে না পারলেও তার উপস্থিতি কিংবা পরামর্শ বাংলাদেশের ব্যাটারদের যে খানিকটা কাজে দিয়েছে সেটার প্রমাণ মিলেছে সিরিজের প্রথম ওয়ানডেতে। যেখানে ইয়াসির আলী রাব্বি চারটি চার এবং দুটি ছক্কায় করেছেন হাফ সেঞ্চুরি। 


আরো পড়ুন

ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন

২০ সেপ্টেম্বর ২৫
রবীন্দ্র জাদেজা (বামে), সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

ডানহাতি এই ব্যাটারের তুলনায় আরও খানিকটা আক্রমণাত্বক ছিলেন সাকিব আল হাসান। ইয়াসির খানিকটা টেনে খেলার চেষ্টা করলেও সোজা ব্যাটে বেশ কিছু রান তুলেছেন। এদিকে সাকিব আল হাসান বেশির ভাগ শটই খেলার চেষ্টা করেছেন সোজা ব্যাটে। সফলতাও পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।


তিনটি ছক্কার তিনটিই সাকিব পেয়েছেন সামনের দিকে সোজা ব্যাটে খেলে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে হঠাৎ এমন পরিবর্তন কেন? তাতে মরকেলের অবদান কতটুুক? এমন প্রশ্ন যখন সবার মাঝে ঘুরছিল তখন ম্যাচ শেষে ইয়াসির জানান প্রোটিয়াদের মাটিতে সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছিলেন মরকেল।


এ প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘মরকেলের সঙ্গে আমি দুদিন একটু পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি। ও আমাকে একটা কথাই বলতো, যতো পারো সোজা মারার চেষ্টা করো। সোজা যতোটুকু সম্ভব। এটা সেরা অপশন। এটাই ছিল ওর সঙ্গে আমার কাজ। তিনদিনে আসলে এতো বেশি কিছু শেখা সম্ভব না। আমাকে মূল বিষয়টি যেটা সেটাই বলেছিলেন।’


মরকেলের পাশাপাশি ম্যাচের আগে ড্রেসিং রুমে আসা এবি ডি ভিলিয়ার্সকেও কৃতিত্ব দিয়েছেন ইয়াসির। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘অবশ্যই…অনেক কথার মধ্যে কিছু না কিছু কথা থাকে যেগুলো কাজে লাগে সব সময়ই। ডি ভিলিয়ার্স হোটেলে এসেছিলেন। হ্যাঁ উনি এমন কিছু কথা বলেছেন আমাদের, বিশেষ করে আমার জন্য খুব কাজে লেগেছে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball