‘সিএসএ রাবাদাদের আইপিএল খেলতে বাধা দেয়ার অধিকার রাখে না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার
১৯ আগস্ট ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না কাগিসো রাবাদা-অ্যানরিখ নরকিয়ার মতো তারকা ক্রিকেটারদের। দেশের খেলা বাদ দিয়ে আইপিএলকে বেছে নেয়ার কারণে অনেক ক্রিকেটারকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও প্রোটিয়া ক্রিকেটারদের আইপিএল খেলতে বাধা দেয়ার অধিকার রাখে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি হওয়ার কারণেই রাবাদাদের বাধা দিতে পারবে না তারা।

এক বিবৃতিতে সিএসএ জানায়,‘ক্রিকেট সাউথ আফ্রিকার সাথে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের চুক্তি অনুযায়ী সিএসএ কোন ক্রিকেটারদের আইপিএল খেলতে বাধা দেবার অধিকার রাখে না। কারণ সিএসএ ও এসএসিএ ক্রিকেটারদের আর্থিক সুযোগ সুবিধা ও জাতীয় দায়িত্বে ভারসাম্য আনতে চায়।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বশ
৯ ফেব্রুয়ারি ২৫
আইপিএলের কারণে রাবাদা-নরকিয়া ছাড়াও খেলবেন না মার্কো জেনসন, লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম এবং রাসি ভ্যান ডার ডুসেনের মতো তারকা ক্রিকেটারদের। আইপিএলের জন্য দেশের সেরা ক্রিকেটারদের না পাওয়াটা ভালো ব্যাপার নয় বলে জানিয়েছেন সিএসএ-এর কনভেনর অব সিলেক্টরস ভিক্টর পিটসাং।
দলের সেরা ক্রিকেটাররা না থাকলেও বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস করেন তিনি। সেই সঙ্গে সিএসএ-এর সিস্টেমের ওপর আস্থা রাখছেন ভিক্টর। পাইপলাইন থেকে সেরা ক্রিকেটারদেরই বেছে নেয়া হয়েছে বলে জানান তিনি।
ভিক্টর বলেন, ‘নির্বাচক প্যানেল এবং আমরা বিশ্বাস করি যে এটি একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ সিরিজ হবে। আইপিএলের জন্য খেলোয়াড়দের হারানো ভালো ব্যাপার নয়। তবে আমরা সিএসএ-এর সিস্টেমের ওপর আস্থা রাখছি। আমাদের পাইপলাইন অনেক সমৃদ্ধ। এখান থেকে আমরা আমাদের সেরা খেলোয়াড় বেছে নিয়েছি।’