promotional_ad

অস্ট্রেলিয়া থেকে কিউরেটর আনায় ক্ষুব্ধ আকিব জাভেদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১০ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার দুটি টেস্টেই সমালোচনা হয়েছে উইকেট নিয়ে। তৃতীয় টেস্টের আগে অবশ্য অস্ট্রেলিয়া থেকে পিচ কিউরেটর খুঁজে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। তার মতে পাকিস্তান থেকে এতো দূরে না খুঁজে ভারতের চেন্নাই, বেঙ্গালুরু বা মুম্বাই থেকেও মানসম্পন্ন কিউরেটর আনা যেত।


রাওয়ালপিন্ডির নিষ্প্রভ উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছুই ছিল না। তাতে ব্যাটিং স্বর???গে ইমাম উল হক-উসমান খাওয়াজাদের দাপটে রোমাঞ্চ ছাড়াই ড্র হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এরপর থেকেই উইকেট নিয়ে সমালোচনার অন্ত নেই।


promotional_ad

উইকেটের সমালোচনা হয়েছে সদ্য সমাপ্ত করাচি টেস্টেও। প্রথম ইনিংসে পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য রোমাঞ্চ শুরু হতে যাচ্ছিল, যদিও দ্বিতীয় ইনিংসে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে সেই রোমাঞ্চ কেটে যায়। এবার সমালোচনার জবাব দিতে অস্ট্রেলিয়া থেকেই কিউরেটর এনেছে পিসিবি।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

এরই সমালোচনা করে আকিব জাভেদ বলেন, 'অন্য জায়গায় যাওয়ার দরকার কী? আমি বলব মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইতে অনেক কিউরেটর আছে। তারা নিয়মিতই টার্নিং উইকেট বানায় যেখানে ভারতের স্পিনাররা দাপট দেখিয়ে খেলতে পারে। পাকিস্তান এখনও টার্নিং উইকেট বানায়নি কেন তা দেখে অবাক হচ্ছি। এটা আমাদের স্পিনারদের অনেক কাজে আসতো।'


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টেস্টের উইকেট তৈরিতে সহায়তা করার জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাবেক কিউরেটর এবং আইসিসির একাডেমি মাঠের কিউরেটর টবি লুমসডেনকে নিয়োগ দিয়েছে পিসিবি।


২০১০ সালে আইসিসির একাডেমির সঙ্গে যুক্ত হয়েছিলেন লুমসডেন। ২০১৭ সালে প্রধান কিউরেটর হিসেবে যোগদানের আগে দুই বছর চাকরি করেন তিনি। সব মিলিয়ে প্রায় এক দশকের বেশি সময় আইসিসি একাডেমির সাথে যুক্ত ছিলেন লুমসডেন।


নিজের অভিজ্ঞতা থেকে পাকিস্তানের স্থানীয় কিউরেটরদের পিচ তৈরির আধুনিক প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করার জন্য ইতোমধ্যে লাহোর এসে পৌঁছেছেন লুমসডেন। এরপর পিসিবি সভাপতি রমিজ রাজা উইকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা লুমসডেনকে জানিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball