ঘুরে দাঁড়িয়ে ড্র করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
প্রথম ইনিংসে দেড়শো রানও করতে পারেনি পাকিস্তান। আর দ্বিতীয় ইনিংসে দেড়শো ওভারের বেশি সময় উইকেটে কাটিয়ে দিয়েছে বাবর আজমের দল। এভাবেও ফিরে আসা যায়! তবে নামটা পাকিস্তান বলেই হয়তোবা খুব বেশি অবাক হওয়ার কিছু নেই! শেষ পর্যন্ত করাচি টেস্টে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে পাকিস্তান। আর ২৫ মাস পর সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছেন বাবর আজম।
প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর পাকিস্তান প্রথম ইনিংসে দেড়শো পেরোনোর আগেই অলআউট হয়ে ফলো অনে পড়ে। কিন্তু অস্ট্রেলিয়া ফলোঅন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। এর ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাড়ায় ৫০৮ রানের। আর হাতে সময় ছিল প্রায় দুই দিন।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১১ ঘন্টা আগে
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ড্র করাটা পাকিস্তানের জন্য খুব একটা সহজ কাজ ছিল না। তবে বাবর-মোহাম্মদ রিজওয়ানরা সেটা করে দেখিয়েছেন। এই দুই ইনফর্ম ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন।
বাবর ২৫ মাস পর সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছেন ঠিকই কিন্তু তারপরও সাজঘরে ফিরেছেন আক্ষেপ নিয়ে। সেটা ডাবল সেঞ্চুরি না পাওয়ার। পাকিস্তান অধিনায়ক ফিরেছেন ১৯৬ রান করে। যা অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
মোহাম্মদ রিজওয়ানও এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। অপরাজিত ছিলেন ১০৬ রান করে। শেষ পর্যন্ত ১৭১.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করে পঞ্চম দিন শেষ করে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪০৮ রানে পিছিয়ে থেকেও টেস্ট ড্র নিশ্চিত করেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্বরণীয় এক ম্যাচ।