এনগিদিকে পোড়াচ্ছে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন

৩ ঘন্টা আগে
মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচে এখনও জয় পায়নি বাংলাদেশ। যদিও ২০০৭ ও ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে দারুণ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। এ কারণেই বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক টেম্বা বাভুমার দল।


২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের স্মৃতি এখনও পোড়াচ্ছে লুঙ্গি এনগিদিকে। কারণ সেই ম্যাচে ৩৪ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ৩০৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। 


promotional_ad

সেই পারফরম্যান্স মনে করেই বাড়তি সতর্কতার কথা জানিয়ে এনগিদি বলেছেন, 'আমরা এই সিরিজ নিয়ে খুবই মনঃসংযোগ দিচ্ছি। বাংলাদেশ আমাদের হারিয়েছে। আমারও নিজেকে প্রমাণ করার আছে। ২০১৯ বিশ্বকাপে তারা আমাদের থেকে ভালো ছিল। অন্য যেকোনো দলের মতই তাদের বিপক্ষে আমাদের নিখুঁত থাকতে হবে।'


বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ফলে এই সিরিজটি অন্যসব সিরিজের মতোই প্রোটিয়াদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারাতে হলে নিখুঁত ক্রিকেটের বিকল্প দেখছেন না এই প্রোটিয়া পেসার।


তিনি বলেন, 'আমাদের ফোকাস হচ্ছে বিশ্বকাপ। আমাদের প্রপার ক্রিকেট খেলতে হবে। একদম নিখুঁত থাকতে হবে।'


ওয়ানডে সিরিজে মাত্র ২ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনুপ্রেরণা পাচ্ছেন এনগিদি। তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার যে শুক্রবার কিছু দর্শক থাকবে। এটা অনেক বড় তফাৎ করে দেয় (দর্শক থাকা না থাকা)। মানুষের মধ্যে খেলতে আমি পছন্দ করি। এটা আনন্দ দেয়, এনার্জি লেভেলও বাড়িয়ে দেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball