কলকাতায় হেলসের বদলি ফিঞ্চ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১১ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন অ্যালেক্স হেলস। তার জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে অ্যারন ফিঞ্চকে। এখন পর্যন্ত আইপিএলে কলকাতা ফিঞ্চের নবম দল।
মূলত জৈব সুরক্ষা বলয়ের প্রতি অসন্তুষ্ট হয়েই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হেলস। আইপিএল চলাকালীন নিজের পরিবারকে সময় দিতে চান ইংলিশ এই ওপেনার।

হেলস যেতে না যেতেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ফিঞ্চকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ফিঞ্চ।
এরপর দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন ফিঞ্চ।
আইপিএল ক্যারিয়ারে মোট ৮৫ ইনিংস খেলে দুই হাজার পাঁচ রান করেন অস্ট্রেলিয়ার এই হার্ড হিটার ব্যাটার। হাফ সেঞ্চুরি আছে ১৪টি, গড় ২৫.৭০ ও স্ট্রাইক রেট ১২৭.৭০।
আইপিএল শুরুর দিকে পাকিস্তান সফরে থাকবেন ফিঞ্চ। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দল সামলানোর কাজে ব্যস্ত থাকবেন তিনি। কাজেই আইপিএলের শুরুর ভাগে ফিঞ্চকে পাচ্ছে না কলকাতা।