দক্ষিণ আফ্রিকায় তামিমের অনুপ্রেরণা মাউন্ট মঙ্গানুই টেস্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২ দিন পিছিয়ে গেল বিসিবি নির্বাচন
২১ সেপ্টেম্বর ২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ইতিহাস বদলে দিতে চান তামিম ইকবাল। প্রোটিয়াদের বিপক্ষে মিশনে নামার আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়কে।
নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩২টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এর মাঝে একটি ম্যাচেও জয় পায়নি তারা। এই সমীকরণ বদলে যায় মাউন্ট মঙ্গানুই টেস্টে। বাংলাদেশ দল ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটে।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও অতীত ইতিহাস সমৃদ্ধ নয় বাংলাদেশের। এমনকি উপমহাদেশের যেকোনো দলই প্রোটিয়াদের মাটিতে ভোগে। যদিও এসব নিয়ে চিন্তিত নন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বদলাতে চান ইতিহাস।
‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’
৬ ঘন্টা আগে
তিনি বলেন, 'ওয়ানডেতে আমরা এমন অবস্থানে আছি, আমার মনে জয় জেতা ছাড়া আমার অন্য কিছু বলা ঠিক হবে না। অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে আমরা যাবো। সাথে এটাও বলব, ওখানে কঠিন কন্ডিশন। আমাদের রেকর্ডও খুব একটা ভালো না। তবে রেকর্ড এমন একটা জিনিস যা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।'
'এটার বড় উদাহরণ ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। যেখানে অনেকদিন কোনও ফরম্যাটেই ভালো খেলিনি। কিন্তু আমরা এটার পরিবর্তন করতে পেরেছি। আমি অবশ্যই জিততে চাই। জেতার জন্য খেলব। ফলাফল আমাদের পক্ষে আসলে খুব ভালো। না আসলে আমরা আবারো কঠিন পরিশ্রম করবো।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে লাল-সবুজের দল।