ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ পিটারসেন-রোহিতরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ার্নি, তুমি কি শুনতে পাচ্ছো?
৬ মার্চ ২২কারো বিশ্বাস হচ্ছে না শেন ওয়ার্ন আর নেই। মাত্র ১২ ঘণ্টা আগে আরেক কিংবদন্তি রড মার্শকে নিয়ে টুইট করেছিলেন তিনি। কে জানতো কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবরে সয়লাভ হয়ে যাবে টুইটার।
থাইল্যান্ডে অবকাশ পালন করছিলেন ওয়ার্ন। সেখানেই তার নিজস্ব ভিলাতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এই স্পিন কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
ওয়ার্নের বিপক্ষে দুইবার অ্যাশেজে খেলেছেন কেভিন পিটারসেন। খেলোয়াড়ি জীবন শেষে দুজনই একাধিকবার ধারাভাষ্য দিয়েছেন। দুজনের বন্ধুত্ব নিয়েও নানা গল্প চাউর আছে বিভিন্ন মহলে।

প্রিয় সেই বন্ধুর বিদায়ে পিটারসেন , ‘রাজা, শান্তিতে বিশ্রাম নাও।’ প্রিয় বন্ধুর বিদায়ে এর থেকে বেশি শব্ধ হয়তো খুঁজেই পাচ্ছিলেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক তাই অনেকগুলো কান্নার ইমোজির মাধ্যমে নিজের অনুভুতি প্রকাশ করেছেন তিনি।
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
ওয়ার্নের মৃত্যুর সংবাদে স্তব্ধ স্যার ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য। একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না...শান্তিতে থাক ওয়ার্ন। আমার কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না। ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি।’
ওয়ার্নকে মহাতারকা আখ্যা দিয়ে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। সর্বকালের স্পিনারদের একজন, যিনি স্পিনকে ‘কুল’ বানিয়েছিলেন, মহাতারকা শেন ওয়ার্ন আর নেই। জীবন খুবই ঠুনকো, তবু এটা হজম করা কঠিন। তাঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের সব ভক্তদের জন্য আমার হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা।’
পাকিস্তানের সাবেক স্পিড স্টার এক ভিডিও বার্তায় ওয়ার্নারের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এইমাত্র কিংবদন্তি শেন ওয়ার্নের চলে যাওয়ার মর্মান্তিক খবর শুনলাম। কতটা চমকে গেছি আর কতটা মন খারাপ হয়েছে আমার, সেটা বলে বোঝানো সম্ভব না। কী দারুণ কিংবদন্তি। কী দারুণ মানুষ। কী দারুণ ক্রিকেটার!’
নিজের প্রজন্মের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ওয়াকার ইউনিস বলেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই...আমি স্তব্ধ এবং একদম মন ভেঙে গেছে। এখনো বিশ্বাস হচ্ছে না কী শুনছি। আমাদের ক্রিকেট সমাজের জন্য খুবই খুবই খারাপ দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় তারকা চলে গেলেন। বিদায় কিংবদন্তি। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।’
বর্তমান ক্রিকেটারদের মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শোক জানাতে গিয়ে নিজের ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, খুবই দুঃখজনক। খেলার একজন সত্যিকারের কিংবদন্তি ও বিজয়ী আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন...এখনো বিশ্বাস হচ্ছে না আমার।’