ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন এনগিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। ব্যাক স্ট্রেইনের ইনজুরির কারণে আসন্ন টেস্ট ম্যাচ খেলতে পারবেন না দলটির পেসার লুঙ্গি এনগিদি।


ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক কিউইদের বিপক্ষে ইনিংস ও ২৭৬ রানের বড় ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়েও পড়ে তারা। সিরিজে ফেরার মিশন শুরুর আগেই দল থেকে এনগিদিকে হারিয়েছে তারা।


promotional_ad

এনগিদির ইনজুরি প্রসঙ্গে অধিনায়ক ডিন এলগার বলেন, 'সে গত সপ্তাহে বোলিং করতে পারেনি। আমার মনে হয় না টেস্টে বোলিং করার জন্য এমন অবস্থায় তার বোলিং খুব একটা মানসম্পন্ন পর্যায়ে আছে। সে আমাদের সাথে অনুশীলনও করেনি।'


'এখন সে ছোটো রান আপে বোলিং করছে। এটাই আমাদের জন্য চিন্তার কারণ। লুঙ্গি আমাদের বোলিং লাইনআপের বড় ভরসা। সে এখন যে অবস্থায় আছে সেটা অবশ্যই দলের জন্য হতাশাজনক।'


শঙ্কাজনক অবস্থানে থাকায় ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টেও খেলেননি এনগিদি। তার জায়গায় অভিষেক হয়েছিল গ্লেন্টন স্টুরম্যানের। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে এক উইকেট নিয়ে ১২৪ রান খরচ করেছিলেন স্টুরম্যান।


তখনই ভাবা হচ্ছিল, দ্বিতীয় টেস্টে অবশ্যই ফিরবেন এনগিদি। কিন্তু ইনজুরির কারণে এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন এনগিদি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে, আগামী ২৫ ফেব্রুয়ারিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball