নিকোলসের সেঞ্চুরি, দুই দিনেই হারের পথে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসন-কনওয়েদের সঙ্গে বোর্ডের ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি
১৫ সেপ্টেম্বর ২৫
দুই দিনেই ক্রাইস্টচার্চ টেস্ট হারের পথে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩৪ রান করেছে দলটি। এদিকে হেনরি নিকোলসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৪৮২ রানে। এখনও ৩৫৩ রান পিছিয়ে আছে সফরকারীরা।
আগের দিন তিন উইকেটে ১১৬ রান করা কিউইরা এদিনও ছিল সাবলীল। নাইটওয়াচম্যান হিসেবে নামা নেইল ওয়াগনারের ব্যাটে আসে ৪৯ রান। এই পেসার ফিরলেও সেঞ্চুরি আদায় করে মাঠ ছেড়েছেন নিকোলস।
১০৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। উইকেটরক্ষক ব্যাটার টম ব্ল্যান্ডেল দারুণ খেললেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৬ রান করে মার্কো জানসেনের বলে বিদায় নিয়েছেন তিনি। কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাটে আসে ৪৫ রান।
বল হাতে সাত উইকেট নেয়া ম্যাট হেনরি ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন। শেষদিকে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পেসারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন ডুয়ান অলিভিয়ের। দুটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, জানসেন ও এইডেন মার্করাম।
ব্যাটিংয়ে নেমে টিম সাউদি ও হেনরির তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। দুই ওপেনার সারেল এরওয়ে ও অধিনায়ক ডিন এলগার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। মার্করাম করেন দুই রান।
র্যাসি ভ্যান ডার ডাসেন ৯ ও টেম্বা বাভুমা ২২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। সাউদি দুটি ও হেনরি একটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৯৫/১০ (৪৯.২ ওভার) (হামজা ২৫; হেনরি ৭/২৩)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৮২/১০ (১১৭.৫ ওভার) (নিকোলস ১০৫, ব্ল্যান্ডেল ৯৬; অলিভিয়ের ৩/১০০)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ৩৪/৩ (৯ ওভার) (বাভুমা ২২*, ডাসেন ৯*, সাউদি ২/২০)