অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটে তিন কোচ চান ওয়াটসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে দীর্ঘ মেয়াদের জন্য প্রধান কোচ খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এদিকে অস্ট্রেলিয়ার জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ চান শেন ওয়াটসন। আইসিসি রিভিউ নামক পডকাস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডের পর বছর তিনেকের মাঝে অগোছালো অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ল্যাঙ্গার। সর্বশেষ অ্যাশেজ সিরিজেও এককভাবে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে অজিরা। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি না হওয়ায় চাকরি ছেড়েছেন ল্যাঙ্গার।

এদিকে চাকরি ছাড়ার আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, কোচ হিসেবে খুবই আক্রমণাত্মক মেজাজের ল্যাঙ্গার। দলে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন তিনি। যার কারণে সহকারী কোচ এবং অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের ক্রিকেটারদের প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে সাফল্যের দিক থেকে ঢের এগিয়ে ছিলেন তিনি।
ল্যাঙ্গারের বিদায়ের পর কয়েকজনে নাম ভেসে আসলেও এখনও কারও সঙ্গে চুক্তি করেনি অস্ট্রেলিয়া। প্রধান কোচ নিয়োগ দেয়ার আগে নতুন প্রস্তাব দিয়েছেন ওয়াটসন। বর্তমান পরিস্থিতি ও অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে সব ফরম্যাটের জন্য আলাদা কোচ চেয়েছেন। অস্ট্রেলিয়া খুব দ্রুতই এ পথে হাঁটবে বলে মনে করেন তিনি। যদিও ক্রিকেট বিশ্বে এমন কিছুর নজির নেই।
তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ চেয়ে ওয়াটসন বলেন, ‘আমি মনে করি ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ করার প্রয়োজনীতা এসেছে। আমি মনে করি তাদের ভূমিকা ভাগ করে দেয়ার ভালো সুযোগ রয়েছে। এটা টেকসই না। প্রত্যেকে প্রত্যেক ফরম্যাটে লম্বা সময়ের জন্য কাজ করবে।’
‘দলের পরিবেশের মাঝে ক্লান্তি আসছে। বিশেষ করে কোভিড এবং জৈব সুরক্ষা বলয়ের সময়ে এটা খুব বেশি হচ্ছে। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া খুব দ্রুতই কোচের এই প্রথাটা ভাঙবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে।’