অস্ট্রেলিয়া সিরিজের আগে করোনা আক্রান্ত মেন্ডিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
২৩ মে ২৫
অস্ট্রেলিয়া সিরিজের আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন কুশল মেন্ডিস। করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৮ ফেব্রুয়ারী) থেকে আইসোলেশনে রাখা হয়েছে এই টপ অর্ডার ব্যাটারকে।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য লম্বা স্কোয়াড দিয়েছে শ্রীলঙ্কা। ২০ সদসের সবাইকে রাখা হয়েছে জৈবসুরক্ষা বলয়ে। সোমবার স্কোয়াডের সদস্যদের নিয়মিত কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন কুশল।

ইতোমধ্যেই কুশলকে দলের সদস্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'মেন্ডিসকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশনে রাখা হয়েছে।'
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
এর আগে নিয়ম ভঙ্গের শাস্তি শেষে এই সিরিজের দলে ফিরেছেন কুশল মেন্ডিস। আস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ দিয়ে আবারও বাইশ গজে ফিরতে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।
এদিকে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের দলে আছে বেশ কিছু নতুন মুখ। এই সিরিজে অভিষেক হতে পারে নুয়ান থুশারা, জেনিথ লিয়ানাগে এবং কামিল মিশারার।
আগামী ফেব্রুয়ারীর ১১ তারিখ সিডনিতে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একই মাঠে ১৩ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে পরের ম্যাচ। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মানুকা ওভালে। আর পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ২০শে ফেব্রুয়ারি মেলবোর্নে।