নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দলে চমক ফ্লেচার-টিকনার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসন-কনওয়েদের সঙ্গে বোর্ডের ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি
১৫ সেপ্টেম্বর ২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ড। প্রথম টেস্টে থাকছেন না কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি এই টেস্ট থেকে ছুটি নিয়েছেন। আর কনুইয়ের চোটের কারণে বাইরে আছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এর ফলে কিউইদের এই টেস্টে নেতৃত্ব দেবেন টম লাথাম।
নিউজিল্যান্ডের দলে সবচেয়ে বড় চমক অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার ক্যাম ফ্লেচার। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। ফ্লেচার একজন উইকেটরক্ষক ব্যাটার।

তিনি টম ব্ল্যান্ডেলের বিকল্প হিসেবে দলে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের চলতি আসরে চার ম্যাচে ৩৪৪ রান করেছেন তিনি।
সাত বছর পর দলে ফিরেছেন ব্লেয়ার টিকনার। তিনি তার ক্যারিয়ারের ১৬ টেস্টের সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালের জানুয়ারিতে, ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্যাম ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।