অস্ট্রেলিয়ার কোচ হওয়ার কথা ভাবছেন না গিলেস্পি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ের পরও অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। এই অজি কোচের প্রস্থানকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেন জেসন গিলেস্পি।
এমনকি অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। গিলেস্পি বর্তমানে সাউথ অস্ট্রেলিয়ার কোচ। এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্স ও ইয়র্কশায়ারের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাকে ভাবা হচ্ছিলো ল্যাঙ্গারের সম্ভাব্য বিকল্প।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গিলেস্পি বলেছেন, 'আমি কোনো কাজের জন্য নিজেকে তৈরি করছি না। এটা এভাবে চিন্তা করা ভালো কিন্তু আমি এরকম কোনো বিনোদনের কথা ভাবছি না।'

গিলেস্পি মনে করেন ল্যাঙ্গারের অধ্যায়টি এভাবে না শেষ হলেও পারতো। তিনি বলেন, 'এটা যেভাবে শেষ হয়েছে তা নিয়ে সবাই বেশ হতাশ হয়েছে। সত্যি কথা বলতে, যা দেখতে বেশ হৃদয়বিদারক। দুঃখজনকভাবে এটাই হয়েছে। জাস্টিন নিজেকে সামলে নিয়েছে বেশ ভালোভাবে। সিদ্ধান্ত হয়ে গেছে এবং তাদের সিদ্ধান্ত তারাই নিয়েছে।'
অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দেয়ার জন্য আরও অনেক কিছু ছিল ল্যাঙ্গারের যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া ভিন্ন কিছু ভেবেছে বলে মনে করেন সাবেক অজি পেসার গিলেস্পি। এই ব্যাপারটি আরও ভালোভাবে শেষ করা যেত বলে মনে করেন তিনি।
গিলেস্পির ভাষ্য, 'আমার মনে হয় সবার একই অভিমত যে ব্যাপারটি আরও ভালোভাবে শেষ করা যেত। সে ঠিক আছে। তার মনে হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দেয়ার জন্য তার কাছে কিছু আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা ভিন্নভাবে নিয়েছে।'
ল্যাঙ্গারের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গিলেস্পি। তিনি মনে করেন ল্যাঙ্গার নিজের মনের চাহিদামতো কাজ করেই সফল হয়েছেন। গত চার বছর অস্ট্রেলিয়ার সাফল্যে ল্যাঙ্গারের অবদানের প্রসংশা করেছেন গিলেস্পি।
তিনি বলেন, 'জাস্টিন এগিয়ে যাবে এবং আমরা জানি সে কত ভালো কাজ করতে পারে। গত চার বছরে সে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য দারুণ করেছে এবং আমরা সবাই তার মঙ্গলকামনা করি কারণ তার মন যা চায় সেটা করেই সে সফল হয়েছে।'