পাকিস্তানে যেতে তর সইছে না ফিঞ্চের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ২৭ ফেব্রুয়ারি তিন ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছাবে অজিরা। এই সিরিজটি নিয়ে বেশ রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
তিনি জানিয়েছেন, পাকিস্তানে যাওয়ার জন্য তার তর সইছে না। সফরে যাওয়ার আগে পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি ব্যাটার। ক্রিকেটকে ছড়িয়ে দিতে সবকিছু করা উচিত বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে পাকিস্তান সফরে যেতে আমার তর সইছে না। এটা বিশ্বের একটি অংশ, যেখানে লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। যদিও পাকিস্তান খুব সমৃদ্ধ ক্রিকেট খেলুড়ে দেশ। ক্রিকেট খেলাটা যাতে বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে যায়, এজন্য আমাদের সবকিছু করা উচিত।'
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই। শুক্রবার দুই দলের পক্ষ থেকেই সিরিজটি নিশ্চিত করা হয়। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১২ মার্চ করাচিতে।
২১ মার্চ লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দল দুটি। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯, ৩১ মার্চ।
আর ২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। সীমিত ওভারের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।