ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় পন্টিং-হেইডেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরের মাঠে অ্যাশেজ জেতানোর পরও জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএল)। তাতে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ল্যাঙ্গার। এমন ঘটনায় সিএ’র সমালোচনা করেছেন রিকি পন্টিং এবং ম্যাথু হেইডেন।
২০১৮ সালে কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ডে ড্যারেন লেহম্যানকে ছাঁটাই করার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ল্যাঙ্গারের কাঁধে। তার অধীনে টেস্টের এক নম্বর দল হিসেবে আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠেছিল তারা।

শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার মতো ব্যর্থতাও রয়েছে তার কোচিং ক্যারিয়ারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ফাইনালে খেলা হয়নি দলটির।
এদিকে কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে এককভাবে আধিপত্য বিস্তার করে অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। এমন সাফল্যের পর লম্বা সময়ের জন্য চুক্তি করতে আগ্রহী ছিলেন ল্যাঙ্গার। তবে তাতে সম্মতি দেয়নি সিএ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের এমন প্রক্রিয়ার সমালোচনা করেছেন পন্টিং। উদাহরণ হিসেবে টেনেছেন টিম পেইনের পুরোনো ঘটনাও।
এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সত্যিই এটি একটি দুঃখজনক দিন। আপনি যদি পেছন ফিরে তাকান তাহলে দেখবেন সত্যিই খারাপ ছয়টি মাস ছিল। আমি মনে করি অস্ট্রেলিয়ার কিছু ভালো লোক, জাস্টিন ল্যাঙ্গার এবং টিম পেইনকে ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে পরিচালনা করেছেন এবং যেভাবে মামলা দুটি সামলেছে তা বিব্রতকর।’
পন্টিংয়ের মতো হেইডেনও সিএ’কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। হেইডেন বলেন, ‘এই প্রক্রিয়াটি আরও কঠোর হতে পারতো। আমরা কোনো রুকিকে নিয়ে কথা বলছি না। আমরা এই খেলাার একজন লিজেন্ড, একজন সেঞ্চুরিয়ান, অ্যাশেজ এবং বিশ্বকাপ জয়ীকে নিয়ে কথা বলছি।’