পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ থাকছেই: হ্যাজেলউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। যদিও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যেতে আপত্তি আছে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। জশ হ্যাজেলউড মনে করেন কয়েকজন ক্রিকেটার যদি এই সফর বাতিল করে তাহলে তিনি অবাক হবেন না। তবে এই সফরের পূর্ণাঙ্গ স্কোয়াড পাওয়া নিয়ে এখনও ইতিবাচক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
শেষবার ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার মার্ক টেলরের নেতৃত্বে সেখানে খেলতে গিয়েছিল অজিরা। এবার প্রায় ২৪ বছর পর পাকিস্তান সফরের হাতছানি অস্ট্রেলিয়া দলের সামনে।

এখনও পর্যন্ত এই সফর নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে সিএ এবং অজি ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। তাদের ওপর আস্থা থাকলেও এই সফর নিয়ে কিছুটা হলেও উদ্বেগ আছে ক্রিকেটারদের মধ্যে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
হ্যাজেলউড বলেন, 'এখানে অনেক কিছুই আছে এবং এর পেছনে সিএ এবং এসিএ অনেক কাজ করছে। তাদের ওপর ক্রিকেটারদের আস্থা আছে কিন্তু তারপরও ক্রিকেটারদের মধ্যে কিছু উদ্বেগ দেখা গেছে এবং যদি কয়েকজন ক্রিকেটার এই সফরে না যায় তাহলে আমি অবাক হবো না।'
পাকিস্তান সফরের প্রস্তুতি ইতোমধ্যেই নিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাই বিশ্রামে রাখা হয়েছে অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার মিচেল মার্শকে।
তারপরও যদি কোনো ক্রিকেটার সফর স্থগিতের সিদ্ধান্ত নেয় তাহলে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলে মনে করেন হ্যাজেলউড। তিনি বলেন, 'এটা ন্যায্য। ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নিবে, এটাকে সবার সম্মান করা উচিত।'