ল্যাঙ্গারের সঙ্গে বাক বিতণ্ডার খবর মিথ্যা, দাবি ক্রিকেট অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
গত সোমবার (১ জানুয়ারী) গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে এক বৈঠকে বসে বাক বিতণ্ডায় জড়িয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। এমনকি এই ঘটনার কারণে শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন প্রধান কোচ। কিন্তু এক দিন পর এক বিবৃতিতে সিএ এমন ঘটনাকে বানোয়াট এবং মিথ্যা বলে অভিহিত করেছে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদে পরিবর্তন আসতে যাচ্ছে। তার মধ্যে অজি গণমাধ্যমের এমন গুজব রীতিমতো আগুনে ঘি ঢালার মতোই। অনেকটা বাধ্য হয়েই তাই এ ব্যাপারে বিবৃতি দিয়ে সব কিছু খোলাসা করেছে সিএ।

সিএ'র গভর্নিং বডি একটি বিবৃতিতে জানিয়েছে, 'আমরা মনে করছি যে, এই ব্যাপারটি সংশোধন করা গুরুত্বপূর্ণ। যদিও আমরা গোপনীয় আলোচনার ব্যাপারে মন্তব্য করি না। অন্যান্য মিথ্যা দাবিগুলির মধ্যে, আমরা সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করি।'
এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, বোর্ডের এক মিটিংয়ে মেজাজ হারিয়েছেন ল্যাঙ্গার। খোদ বোর্ডের সঙ্গেই ঝামেলায় জড়ানোর ফলে ল্যাঙ্গারকে বাদ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে সিএ।
ল্যাঙ্গারের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নিতেই শুক্রবার আলোচনায় বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই মিটিংয়ের এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়ান অস্ট্রেলিয়ার প্রভাবশালী এই কোচ। এমনটাই জানিয়েছিল অজি গণমাধ্যম।
এদিকে প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, স্বল্প মেয়াদে আর দায়িত্ব পালন করতে রাজি নন ল্যাঙ্গার। আর দীর্ঘমেয়াদি চুক্তি না হলে পাকিস্তান সফরে না যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ল্যাঙ্গার দলের সঙ্গে থাকলে চাকরি ছাড়তে পারেন সহকারী দুই কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও মাইকেল ডি ভেনুটো।