promotional_ad

সিলেটে নয় আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিরপুরে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সবাই। এই টুর্নামেন্টের পরই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। আসন্ন এই সিরিজের জন্য চট্টগ্রাম ও সিলেটকে ভেন্যু করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।


যদিও উইকেটের কথা চিন্তা করে সিলেটে হচ্ছে না এই সিরিজে কোনো ম্যাচ। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, মিরপুরের উইকেটের পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।



promotional_ad

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটাই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর সিলেটের পরিবর্তে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সিরিজটির সূচি এখনও চূড়ান্ত করেনি বিসিবি।


এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, 'এই সিরিজের তিন ওয়ানডে তো চট্টগ্রামে। সিলেটে আমরা টি-টোয়েন্টি সিরিজটি করছি না। ঢাকার এটা আমরা দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করবো। ঢাকার উইকেটটাকে দেখা হচ্ছে। সিরিজটি ঢাকাতেই হচ্ছে।'


বাংলাদেশে এসে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না আফগানিস্তানকে। তারা বাংলাদেশের পৌঁছানোর পরই করোনা পরীক্ষা করা হবে। ফলাফল নেগিটিভ এলে একদিন পর থেকেই অনুশীলন শুরু করতে পারবেন আফগান ক্রিকেটাররা।



খসড়া সূচি অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে হওয়ার কথা ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর মিরপুরে ২ ও ৪ মার্চ হবে টি-টুয়েন্টি ম্যাচ দুটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball