বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মালান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তোমরা বিশ্বকাপে উঠে গেছো, জ্যোতিকে ফোন করে বলেছিলেন পাকিস্তানের ফাতিমা

৫ জুন ২৫
নিগার সুলতানা জ্যোতি (বামে) ও ফাতিমা সানা (ডানে)

বছরজুড়ে দুর্দান্ত পারফরমেন্সে ২০২১ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার নির্বাচিত জানেমান মালান। এদিকে নারীদের ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের ফাতিমা সানা। 


২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালানের। তবে সেভাবে আলো ছড়াতে পারেননি ডানহাতি এই ব্যাটার। পুরো বছরে দুই ম্যাচ খেলে করেছিলেন মোটে ৩৫ রান। তাতে জাতীয় দল থেকে জায়গা হারাতে হয়েছিল তাকে। 


promotional_ad

২০২১ সালে অবশ্য দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। পুরো বছরে ৯ টি-টোয়েন্টি খেলা এই প্রোটিয়া ব্যাটার করেছেন ২০৬ রান। এদিকে ২০২০ সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হওয়া মালান ২০২১ সালে খেলেছেন ৮ ম্যাচ। 


সমান দুটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে করেছেন ৫০৯ রান। সেবছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। ডাবলিনে ১৬টি চার এবং ছয়টি ছক্কা মারার দিনে কুইন্টন ডি ককের সঙ্গে ২৫৫ রানের জুটি গড়েছিলেন। 


২০২১ সালে সব মিলে ১৭ ম্যাচে ৭১৫ রান করেছেন মালান। দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ১০১.৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটারের গড় ৪৭.৬৬। এদিকে নারী ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা ফাতিমা ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball