'দেশের হয়ে খেলার সময় কাউকে ছাড় নয়'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রাম দেবে না ভারত
১৩ মিনিট আগে
ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে জসপ্রিত বুমরাহর সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় হয় মার্কো জেনসেনের। ক্রিকেট মাঠে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। সিরিজ শেষে জেনসেন এ ঘটনাকে স্বাভাবিক ভাবে দেখছেন। এই প্রোটিয়া পেসারের মতে, দেশের হয়ে খেলার সময় কেউই প্রতিপক্ষের কাছে মাথা নত করে না।
দ্বিতীয় টেস্টে বুমরাহ ব্যাট করার সময় এক প্রান্তে বোলিং করছিলেন জেনসেন। তখন একের পর এক বাউন্সার দিতে থাকেন এই পেসার। তার পরই মাঠের ভেতর উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই জনের।

মার্কো জেনসেন বলেন, 'আপনি আপনার দেশের জন্য খেলেন এবং অবশ্যই আপনি কখনো কারো কাছে মাথা নত করবেন না, সে তাই করেছে। এতে আমার কোনো কষ্ট নেই, এটা উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঘটে গেছে।'
টেস্টের পর এবার এক দিনের সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেখানেও ভারতকে চোখ রাঙিয়ে রাখছেন জেনসেন।
তিনি বলেন, 'টেস্ট সিরিজ জয়ের এই ধারাবাহিকতা এক দিনের সিরিজে নিয়ে যেতে হবে। তবে ভারতকে খাটো করে দেখলে হবে না। বিশ্বের অন্যতম সেরা দল তারা। নিজেদের সেরাটা দিতে হবে তাদের হারাতে। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ভারতের বিরুদ্ধে এই সিরিজ জেতার মতো করেই নিজেদের তৈরি করতে হবে।'
এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন জেনসেন। এই ফর্ম ধরে রাখতে পারলে দক্ষিণ আফ্রিকার লম্বা রেসের ঘোড়া হতে পারেন এই পেসার। ছোটবেলা থেকেই তার পছন্দের খেলা ছিল ক্রিকেট।
এই প্রোটিয়া পেসার বলেন, 'আমি ক্রিকেট পছন্দ করি, ছোটবেলা থেকেই আমি খেলতে চেয়েছি। আমার এই আবেগ বলে দেয় যে, ক্রিকেটের প্রতি আমার কতটা ভালোবাসা। অবশ্যই আমি বুমরাহর সঙ্গে আইপিএলে খেলেছি এবং আমরা বন্ধু, তবে মাঝে-মধ্যে মাঠে এমনটা ঘটে।'