খাওয়াজার জোড়া সেঞ্চুরি, ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া
১৩ ঘন্টা আগে
প্রথম ইনিংসের পর সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খাওয়াজা। তার অনবদ্য সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৩০ রান করেছে সফরকারীরা। ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫৮ রান। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ ৪-০ তে নিতে অস্ট্রেলিয়া দরকার দশ উইকেট।
দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাওলি ২২ ও হাসিব হামিদ ৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সেঞ্চুরির পর ২৯৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
বেয়ারস্টো থামেন ১১৩ রানে। শেষদিকে জ্যাক লিচ ১০ ও স্টুয়ার্ট ব্রড ১৫ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন স্কট বোল্যান্ড। দুটি করে উইকেট নেন নাথান লায়ন ও প্যাট কামিন্স।
১২২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল দ্রুতগতিতে স্কোরবোর্ডে রান তোলা। সেই লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের মাঝেই চার উইকেট হারায় অজিরা।

ডেভিড ওয়ার্নার ৩, মার্কাস হ্যারিস ২৭, মারনাস ল্যাবুশেন ২৯ ও স্টিভ স্মিথ ২৩ রান করে ফিরে যান। এরপর ১৭৯ রানের বড় জুটি গড়েন খাওয়াজা ও ক্যামেরন গ্রিন। পুরো আসরে ব্যাট হাতে অফফর্মে থাকা গ্রিন এই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান।
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
২ ঘন্টা আগে
অপরদিকে খাওয়াজাও কাঙ্খিত সেঞ্চুরি পেয়ে যান। ৭৪ রান করা গ্রিনকে ফেরানোর পরের বলেই উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে (০) ফেরান লিচ। অস্ট্রেলিয়ার রান তখন ছয় উইকেটে ২৬৫। সেই মুহুরতেই ইনিংস ঘোষণা করেন কামিন্স। ১০১ রানে অপরাজিত থাকেন খাওয়াজা।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)-
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪১৬/৮ (ডিক্লে.) (১৩৪ ওভার) (খাওয়াজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ৫/১০১)
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৯৪/১০ (৭০ ওভার) (বেয়ারস্টো ১১৩, স্টোকস ৬৬, উড ৩৯; বোল্যান্ড ৪/৩৬, কামিন্স ২/৬৮)
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস)- ২৬৫/৬ (ডিক্লে.) (খাওয়াজা ১০১*, গ্রিন ৭৪; লিচ ৪/৮৪)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ৩০/০ (১১ ওভার) (লক্ষ্য ৩৮৮ রান) (ক্রাওলি ২২*, হাসিব ৮*)