বেঙ্গালুরু ও দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করতে চান ডি ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ধোনির দরজা সবসময় খোলা থাকে: ব্রেভিস

৪ সেপ্টেম্বর ২৫
ডেওয়াল্ড ব্রেভিস ও মহেন্দ্র সিং ধোনি

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কদিন আগে ব্যাট-প্যাড তুলে রেখেছেন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট থেকে। সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান সাবেক এই ব্যাটার। যেখানে দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স।


২০১১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। এরপর দলটির 'ঘরের ছেলে' বনে যান তিনি। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকদেরও একজন তিনি। দলটির হয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে চার হাজার ৪৯১ রান আসে তাঁর ব্যাটে।


promotional_ad

যদিও সর্বশেষ আসরে খুব একটা সুবিধা করতে পারেননি ৩৭ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। সবমিলিয়ে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩১৩ রান। গুঞ্জন ছিল মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেবে বেঙ্গালুরু। তবে এর আগেই সবধরনের ক্রিকেটকে বিদায় বলেন ডি ভিলিয়ার্স। 


ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর মেন্টর হিসেবে তরুণদের নিয়ে কাজ করতে চান ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করা সাবেক এই ব্যাটার। যেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুযোগ পেলে বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটারদের মাঝে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে চান তিনি। 


এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবং আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আমার ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’


‘আমি কোনো ধারণা নেই যে পরবর্তীতে কি আসবে। কিন্তু আমি একদিন এটার দায়িত্ব (তরুণদের) নেবো, দেখা যাক কি হয়। আমি গত কয়েক বছর ধরে কিছু সম্ভাবনাময়ী তরুণদের মেন্টরিং করে আসছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball