সেঞ্চুরিয়নে একই দিনে ১৮ উইকেটের পতন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রাম দেবে না ভারত

১৩ মিনিট আগে
জসপ্রিত বুমরাহ, ফাইল ছবি

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির পেটে গেলেও তৃতীয় দিনের খেলা ম্যাচটিকে জমিয়ে তুলেছে। এ দিন দুই দলের সর্বমোট ১৮ উইকেটের পতন হয়েছে। প্রথম ইনিংসে লুঙ্গি এনগিদি-কাগিসো রাবাদাদের তোপে ভারত অলআউট হয়েছে ৩২৭ রানে। এরপর মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ের সামনে ১৯৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এক উইকেটে ১৬ রান করেছে। সফরকারীদের লিড ১৪৬ রানের।


প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে তিন উইকেটে ২৭২ তোলা ভারত, তৃতীয় দিনের শুরুতেই নুয়ে পড়ে। শেষ ৪৯ রানে সাত উইকেট হারায় তারা। সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ফেরেন ১২৩ রানে। ৪৮ রানে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে।


রাবাদা-এনগিদির দ্বিমুখী আক্রমণের সামনে সহজেই নতজানু হয় ভারতের লোয়ার অর্ডার। শেষদিকে কেবল দুই অঙ্কের রান করতে পেরেছেন জসপ্রিত বুমরাহ (১৪)। তৃতীয় দিনের তিন উইকেটসহ এনগিদি এই ইনিংসে নেন মোট ছয় উইকেট। রাবাদা শিকার করেন তিন উইকেট।


promotional_ad

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন ব্যাটাররা। শামি, বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের আক্রমণ পুরো ইনিংস জুড়েই অব্যাহত ছিল। প্রোটিয়াদের ইনিংসে হাফ সেঞ্চুরি ছুঁতে পেরেছেন কেবল টেম্বা বাভুমা (৫২)। এছাড়া কুইন্টন ডি কক ৩৪ ও রাবাদার ব্যাটে আসে ২৫ রান।


ভারতের হয়ে একাই পাঁচ উইকেট নেন শামি। দুটি করে উইকেট নেন বুমরাহ ও শার্দুল। একটি উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আগারওয়ালের (৪) উইকেট হারিয়েছে ভারত। উইকেটে আছেন রাহুল ও নাইটওয়াচম্যান শার্দুল।


সংক্ষিপ্ত স্কোর-


ভারত (প্রথম ইনিংস)- ৩২৭/১০ (১০৫.৩ ওভার)
(রাহুল ১২৩, আগারওয়াল ৬০, রাহানে ৪৮; এনগিদি ৬/৭১)


দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস)- ১৯৭/১০ (৬২.৩ ওভার)
(বাভুমা ৫২, কক ৩৪; শামি ৫/৪৪, বুমরাহ ২/১৬)


ভারত (দ্বিতীয় ইনিংস)- ১৬/১ (৬ ওভার)
(রাহুল ৫*, শার্দুল ৪*; ইয়ানসেন ১/৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball