promotional_ad

চাকরি ছাড়লেন জাতীয় দলের ফিজিও ক্যালেফাতো

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ পাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা

১৭ ফেব্রুয়ারি ২৫
দর্শকদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর থাকছেন না ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যালেফাতো নিজেই। পরে বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন।


বিসিবি'র পক্ষ থেকে জানা যায়, মূলত পারিবারিক সমস্যার কারণে পাকিস্তান সিরিজের পর থাকবেন না ক্যালেফাতো। এই ফিজিও'র পোস্টের মাধ্যমেও জানা গেছে, জৈব সুরক্ষা বলয়ের কঠিন পরিস্থিতিতে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনি।



promotional_ad

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্যালেফাতো লিখেন, 'অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি আর থাকছি না। একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের ফিজিও হিসেবে এমন পরিস্থিতিতে দেশ-বিদেশে ভ্রমণ করাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। সেটা আমার জন্যেও, ক্রিকেটারদের জন্যেও। জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া অবশ্যই কঠিন ছিল। শেষ ১৮ মাসে আমাকে প্রায় ১০০ পিসিআর টেস্ট করতে হয়েছে! সুযোগ দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।'


শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ক্রিকফ্রেঞ্জিকে আকরাম খান বলেন, 'এই (পাকিস্তান) সিরিজের পর পারিবারিক সমস্যার কারণে ক্যালেফাতো আর থাকছে না।'


২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে যুক্ত হন ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশই ছিল ক্যালেফাতোর প্রথম জাতীয় দলের অ্যাসাইনমেন্ট।



যদিও ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। এর আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেন ইতালিয়ান বংশোদ্ভূত এই ফিজিও।


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ছাড়া সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ক্যালেফাতোর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball