দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলতে চান না মরিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আর কখনো নাও দেখা যেতে পারে ক্রিস মরিসকে। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে আর কখনো খেলবেন না, তেমনটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পাননি মরিস। রিজার্ভ ক্রিকেটার হিসেবেও দলের সঙ্গে ছিলেন না তিনি। প্রোটিয়াদের হয়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মরিস।


promotional_ad

এ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমার খেলার দিনগুলো ফুরিয়ে গেছে। আমি এমন একজন যে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পাত্র নই। তারা জানে বর্তমানে আমার অবস্থান কোথায়, আর আমিও জানি আমি কোথায় অবস্থান করছি। কিন্তু আমার ক্যারিয়ারের দিনগুলো সিএসএ’র জন্য শেষ হয়ে গেছে। আমি মনে করি তারা সেটা ভালোভাবেই জানে।’


মূলত ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্য নির্ভর দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর তাতে প্রোটিয়াদের বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি মরিস, ফাফ ডু প্লেসি ও ইমরান তাহিরদের মতো ক্রিকেটারদের ।


২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরিসের। এরপর থেকে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি।


এই ম্যাচগুলোতে বোলিংয়ে ৩৪টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৩৩ রান করেছেন তিনি। অবসরের ইঙ্গিত দেয়ায় ২০১৯ সালে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই দেশের হয়ে তার শেষ ম্যাচ হয়ে রইল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball