ক্যালিস-আমলাসহ ১৮ ক্রিকেটারকে আজীবন সম্মাননা দিল এমসিসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এমসিসির ১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ, চেয়ারম্যান সাঙ্গাকারা

২৪ জানুয়ারি ২৫
আইসিসির চেয়ারম্যান জয় শাহ (বামে), এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে)

সম্মানসূচক আজীবন সদস্যপদের জন্য ১৮ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এ তালিকায় ১৫ জন পুরুষ ক্রিকেটারের সঙ্গে স্থান পেয়েছেন তিন জন নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানোয় এই ক্রিকেটারদের আজীবন সদস্যপদের জন্য নির্বাচিত করেছে এমসিসি।


যেখানে রয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার চারজন এবং অস্ট্রেলিয়া ও ভারতের দুজন করে ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের তিনজন ছাড়াও শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার সম্মানসূচক এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে স্যার অ্যালিস্টার কুক, ইয়ান বেল ও মার্কাস ট্রেসকোথিক এই তিনজন মিলে করেছেন ৩৯ হাজারের বেশি রান। তাই সাবেক তিন ইংলিশ ক্রিকেটারকে এ তালিকায় স্থান দিয়েছে এমসিসি। এছাড়া নারী ক্রিকেটে আলো ছড়ানোয় রয়েছেন সারাহ টেলর।


promotional_ad

দক্ষিণ আফ্রিকা থেকে হাশিম আমলা, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস ও মর্নি মরকেলকে আজীবন সদস্যপদের জন্য নির্বাচিত করেছে এমসিসি। অস্ট্রেলিয়া পুরুষ দল থেকে ড্যামিয়েন মার্টিন ও নারী দল থেকে অ্যালেক্স ব্ল্যাকওয়েলকে বেছে নিয়েছে তারা।


ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানের পাশাপাশি রয়েছেন ভারতের হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ। শ্রীলঙ্কার একমাত্র ক্রিকেটার হিসেবে এ তালিকায় স্থান পেয়েছেন টেস্ট ক্রিকেটে স্পিন ভেলকি দেখানো রঙ্গনা হেরাথ।


নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার হিসেবে এমসিসির এ সম্মাননায় ভূষিত হচ্ছেন সারা ম্যাকগ্লাশান। আর জিম্বাবুয়ে পুরুষ দল থেকে এ সম্মাননা পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball