promotional_ad

এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই: মাহমুদউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ওমান থেকে আবিদ মোহাম্মাদ ||


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

১১ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

সংবাদ সম্মেলনে আসা মাহমুদউল্লাহ রিয়াদের চেহারায় হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। বিশ্বকাপের প্রথম রাউন্ডের শুরুতেই স্কটল্যান্ডের কাছে হোঁচট খাওয়া দলটির অধিনায়ক প্রশ্নের দিচ্ছিলেন অনেকটা বিরক্তি নিয়েই। এমনকি প্রশ্ন-উত্তর চলাকালীন স্কটিশ ড্রেসিংরুমের হই-হুল্লোড়েও উত্তর থামাতে হয়েছে তাকে। এসবের মাঝেও সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টির কাপ্তান দুষেছেন বাজে ব্যাটিংকেই। এমনকি জানিয়েছেন, এই হারের পর তার হতাশ না হয়ে উপায়ও নেই।


শুরুতে ব্যাটিং করা স্কটল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারালেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সহায়তায় স্কোরবোর্ডে যোগ করে ১৪০ রান। রান তাড়ায় দুই ওপেনারের দ্রুত বিদায় বাংলাদেশকে বিপদে ফেললেও সাকিব-মুশফিক জুটি তা সামাল দেয়। তবে স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুর ধাক্কা সামাল দিলেও পাওয়ার প্লে'তে আসে ২৫ রান আর ৮ ওভার শেষে তা ৪০ ও ছুঁতো পারেনি।


promotional_ad

রান রেটের চাপে পড়া বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন এই জুটি। কিন্তু দলের বিপর্যয়ে মুশফিকের ৩৬ বলে ৩৮ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৩ রানের মন্থর ইনিংসে চাপমুক্ত হতে পারেনি বাংলাদেশ। এছাড়া বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে শেষটা সুন্দর হয়নি লাল-সবুজের দলের।


শেষ ওভারে শেখ মেহেদির অনেক চেষ্টাতেও বাংলাদেশ জয় থেকে দূরে ছিল ৬ রানের। তাই সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক মাহমুদউল্লাহ বোলারদের দোষ না দিলেও ব্যাটসম্যানদের কাঠগড়ায় ঠিকই দাঁড় করিয়েছেন। যে কারণে সামনের ম্যাচগুলোতে ভুলগুলো শুধরে ফেলতে চায় বাংলাদেশ দল।


মাহমুদউল্লাহ বলেন, 'আসলে এখানে বোলারদের দোষ দেয়াটা ঠিক হবে না। পেসাররা প্রথম পাওয়ার প্লেতে বেশ ভালো স্পেল করেছিল। স্পিনাররা মাঝে দিয়ে বেশ ভালো করেছিল। মাহেদী ভালো বোলিং করেছে, উইকেট বের করে দিয়েছে। সাকিব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিল।'


বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, 'আমরা এখন যদি এই জিনিসগুলা খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুল গুলো করি, তাহলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত। অবশ্যই আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball