বাংলাদেশ সিরিজের ব্যর্থতা বিশ্বকাপে কাটিয়ে উঠতে চান স্টার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্টার্ক-হ্যাজেলউডের দাপুটে বোলিংয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

৭ জুলাই ২৫
উইকেট প্রাপ্তির উল্লাসে ব্যস্ত অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে দল হিসেবে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। যদিও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ছিলেন না বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দুটি সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপায় নজর রাখতে চান দলটির অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজে ছিলেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।


promotional_ad

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভারসাম্যপূর্ণ এক দল গড়েছে অস্ট্রেলিয়া। তাদের বেশ কয়েকজন ক্রিকেটার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। সবমিলিয়ে আসরে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

১৬ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর বোল্যান্ডের উদযাপন

স্টার্ক বলেন, ‘সত্যি বলতে দলে বেশ কিছু তরুণ অনভিজ্ঞ ক্রিকেটার ছিল। যারা ভালো ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। গত সফরগুলো আমাদের ভালো যায়নি। কিন্তু এখন আমরা দলের সবাইকে পাচ্ছি এবং আশা করছি আমরা আমাদের সেরাটা দিতে পারব। আমরা বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত হয়েছি, এছাড়া অন্য কিছু ভাবছি না।’


স্টার্ক মনে করেন তরুণ ক্রিকেটাররা ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজে বাজে সময় পার করেছে দল। তবে বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে।


তিনি বলেন, ‘আমরা এখন পূর্ণ শক্তির দল পাচ্ছি। আমাদের কয়েকজন ক্রিকেটার আইপিএল থেকে দারুণ ফর্ম নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছে। ভালো খেলাটা এখন আমাদের ওপর নির্ভর করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball