promotional_ad

উদ্ভট কায়দায় এসিবির চাকরি হারালেন হামিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী পদ থেকে চাকরি হারালেন হামিদ শিনওয়ারি। তালেবান নেতা আনাস হাক্কানির এক দল লোক অফিসে প্রবেশ করে হামিদকে চাকরিচ্যুত করেন। এসিবির নতুন প্রধান নির্বাহী হিসেবে নাসিবুল্লাহ খান হা্ক্কানিকে নিয়োগ দিয়েছে তাঁরা।


যদিও আনুষ্ঠানিক কোন চিঠি দিয়ে না হামিদকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে তালেবান নেতারা। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়া সফর ইস্যুতে নারী ক্রিকেট নিয়ে আবেগী কথা বলায় তাঁকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। তবে হামিদের দাবি, তিনি তার চাকরি হারানোর কারণ জানেন না। 


promotional_ad

নিজের চাকরি হারানো নিয়ে হামিদ বলেন, ‘আজ (সোমবার) সকালে আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিল এবং আমাকে বলে যে এসিবির সিইও পদে তোমার চাকরি শেষ। নতুন সিইও হিসেবে নাসিবুল্লাহ খান হাক্কানিকে পরিচয় করে দিয়েছে।’


তিনি আরও বলেন, ‘আমরা চাকরি হারানোর ব্যাপারে আমি তাদের লিখিত দিতে বলেছিলাম কিন্তু আমি কোন লিখিত পাইনি। আমি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছি। এখন আমি আমার চাকরি হারানোর কারণ জানি না।


তালেবান সরকার আফগানিস্তানের দখল নেয়ার পর থেকেই এসিবির বিভিন্ন পদে পরিবর্তন আনছে। যার শুরুটা হয়েছিল সভাপতি পদ দিয়ে। যেখানে তালেবানরা দায়িত্ব নেয়ার পরই সভাপতি হিসেবে আজিজুল্লাহ ফাজলিকে নিয়োগ দেয় তাঁরা। 


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচনে নিয়েও ঝামেলা তৈরি হয়েছিল। যেখানে দল ঘোষণার কয়েক মিনিটের মাঝেই অধিনায়কত্ব ছাড়েন রশিদ খান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব পান মোহাম্মদ নবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball