promotional_ad

রশিদকে বেশি কিছু শেখানোর নেই মুরালিধরনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

আধুনিক সময়ের ক্রিকেটতো বটেই, ক্রিকেট ইতিহাসেরও সেরা লেগ স্পিনারদের একজন হওয়ার শক্ত দাবীদার রশিদ খান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার কিপটে বোলিং মুগ্ধ করে সবাইকে। সম্প্রতি রশিদ খানকে প্রশংসায় ভাসিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক লঙ্কান এই কিংবদন্তির উপলদ্ধি, রশিদকে শেখানোর খুব বেশি কিছু নেই।


হায়দরাবাদের কোচ থাকার সুবাদে শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার রশিদের সঙ্গে লাইন-লেংথ নিয়ে কাজ করছেন। তার মতে, এছাড়া এই লেগ স্পিনারকে নিয়ে কাজ করার মতো বেশি কিছু নেই। সবসময় তাকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন মুরালিধরন।


promotional_ad

তিনি বলেন, ‘আমি হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে তাকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। তাছাড়া তার বোলিংয় নিয়ে কাজ করার মতো খুব বেশি কিছু নেই। তারপরও তাকে লাইন এবং লেন্থ নিয়ে কিছু পরামর্শ দেই। একই লাইন লেন্থ বজায় রেখে বেশি বেশি বোলিং করতে বলি।’


আরো পড়ুন

১৭ মে আবারও শুরু আইপিএল, ফাইনাল ৩ জুন

১২ ঘন্টা আগে
আইপিএল শিরোপা, বিসিসিআই

স্পিনাররা সাধারণত টার্নের উপর গুরুত্ব দিয়ে নির্দিষ্ট জায়গায় টানা বোলিং করে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই জায়গায় ব্যতিক্রম আফগান এই লেগ স্পিনার। তিনি গুগলি আর বৈচিত্রপূর্ণ বোলিং করতে পছন্দ করেন। মুরালিধরনের মতে, এই গুণটি ভালোভাবে রপ্ত করার কারণেই তিনি বার বার সাফল্য পাচ্ছেন।


রশিদের বোলিং প্রসঙ্গে মুরালিধরন বলেন, ‘সে খুব দ্রুত বল করে। বেশিরভাগ লেগ স্পিনারই বল টার্ন করায় কিন্তু সে খুব বেশি টার্ন পায়না তবে তার গুগলি অসাধারণ। কারণ আপনি যদি গুগলি পড়তে না পারেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে।’


তিনি আরও বলেন, ‘সে আমার মতো বা অশ্বিনের মতো একই জায়গায় বা একই লাইন-লেংথে টানা বোলিং করে না। কারণ তার বল খেলার জন্য সে ব্যাটসম্যানদের খুব বেশি সময় দেয় না। তাই তার শর্ট বলেও রান করা কঠিন কাজ। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে আপনাকে বোলারদের উপর চড়াও হতে হবে, তা না হলে রান করতে পারবেন না। আর এই জায়গায় রশিদ খুবই কিপটে বোলিং করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball