আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করলো তালেবানরা। ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল এবং নারী ক্রিকেট দলের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েছিলেন সেখানকার ক্রিকেটাররা।
যদিও পুরুষ ক্রিকেটারদের অনুমতি দিলেও নারীরা পাচ্ছেন না সেই সুযোগ। মূলত ইসলামের দোহাই দিয়েই নারীদের ক্রিকেট থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে তালেবানরা।

তারা মনে করেন, ক্রিকেট খেলায় নারীদের মুখ ও শরীরের কিছু অংশ বাইরেই থাকে। যা ইসলাম কখনোই সমর্থন করে না। তাই আফগানিস্তানে ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবানরা।
তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক বলেন, 'ক্রিকেট খেলায় সাধারণত এমন একটি পরিস্থিতি আসে যেখানে নারীদের মুখ এবং শরীরের কিছু অংশ ঢাকা থাকে না। ইসলাম কখনোই নারীদের এভাবে দেখতে পাওয়াকে সমর্থন করে না।'
তিনি আরো বলেন, 'বর্তমান মিডিয়ার যুগে ছবি কিংবা ভিডিও কোন কিছুই এখন আর মানুষের চোখ এড়ায় না। ইসলাম এবং ইসলামিক এমিরেট কখনোই নারী ক্রিকেট সমর্থন করে না। এমনকি নারীরা যে খেলায় বেশি বেশি 'এক্সপোজড' হবে সেটাও ইসলাম সমর্থন করে না।'
তালেবানদের এই ঘোষণার ফলে বাতিল হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট। কেননা তালেবানরা নারীদের ক্রিকেট সমর্থন করছে না এমন খবর সত্যি কি না তা খতিয়ে দেখছে সিএ।
বিষয়টি প্রমাণিত হলে নিজেদের কঠোর অবস্থানের ব্যাপারেও তালেবানদের সতর্ক করে সংস্থাটি। তেমনটা হলে হোবার্টে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের একমাত্র টেস্টটি আর আয়োজন না করারও হুশিয়ারি দেয় তারা।