promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের সাহসী হতে বললেন ওয়েড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড

৯ মার্চ ২৫
২০২২ সালের আইপিএলে গুজরাটের হয়ে খেলেন ম্যাথু ওয়েড, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার হার। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের স্পিনারদের দাপটের কাছে হার মেনেছে অজি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের সাহসী হওয়ার পরামর্শ দিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড।


ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অজিরা।


promotional_ad

শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম বলে অ্যালেক্স ক্যারি বিদায় নেয়ার পাশাপাশি মাত্র ১১ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। এরপর অবশ্য মিচেল মার্শের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওয়েড। 


আরো পড়ুন

ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট

১০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জিকে লম্বা সময় ধরে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট

যদিও নাসুম আহমেদের বাজে বলে মুস্তাফিজুর রহমানকে ক্যাচ দিয়ে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেষ পর্যন্ত মার্শ ৪৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে তাই বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সাহস নিয়ে খেলার পরামর্শ দেন তিনি।


এ প্রসঙ্গে ওয়েড বলেন, ‘আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনায় অটল থাকতে হবে। আমাদের নতুন কিছু করার সময় নেই। আপনি যেভাবে খেলতে চান সেভাবে খেলার জন্য আপনাকে সাহসী হতে হবে।’


অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আপনি যখন কম রান তাড়া করবেন তখন সাহসী আর স্মার্ট হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। ছেলেরা এখানে খুব বেশি ম্যাচ খেলেনি। তারা মাঝের দিকে যে ১০ কিংবা ১৫ বল পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং  ‍মূল্যবান।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball