অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে ফিরলেন স্মিথ-স্টার্করা
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
৯ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দলে ডাকা হয়েছে এক ঝাঁক স্পিনারকে।
এর মধ্যে রয়েছেন মিচেল সোয়েপসন, তানভীর সাঙ্গা ও অ্যাডাম জাম্পা। এর মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে রয়েছেন জাম্পা আর ৩ নম্বরে রয়েছেন অ্যাস্টন অ্যাগার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে তাদের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নিতে চাইবে অজিরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নার, ময়েজেস হ্যানরিকস, অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারদের।

পেস আক্রমণে কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন ও অ্যান্ড্রু টাইদের রাখা হয়েছে কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কদের সঙ্গে। অজি স্কোয়াডে আছেন রাইলি ম্যারেডিথ ও জেসন বেহরেনড্রফের মতো পেসাররাও। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সবচেয়ে বড় প্রতিযোগীতা টপ অর্ডার ও মিডল অর্ডারে।
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
২৩ মে ২৫
হার্ড হিটার ম্যাথু ওয়েড, মার্কাস স্টইনিস ও মিচেল মার্শের সঙ্গে এই জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ডি'আর্কি শর্ট। এ ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে জশ ফিলিপ। যদিও তাকে জায়গা পেতে হলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে।
ফিলিপস খেললে হয়তো ফিঞ্চকে দেখা যেতে পারে তিন নম্বরে। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি ও ম্যাথু ওয়েড। এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কার হাতে ওঠে অস্ট্রেলিয়ার কিপিং গ্লাভস। সূচি অনুযায়ী জুলাইয়ের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে অজিরা।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনড্রফ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ময়েজেস হ্যানরিকস, মিচেল মার্শ, গ্লেন ফিলিপস, রাইলি মেরেডিথ, জস ফিলিপ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক,মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।