promotional_ad

টেস্টের মুরালিকে পেছনে ফেলবেন টি-টোয়েন্টির রশিদ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড

২ ঘন্টা আগে
ট্রাভিস হেড ও প্যাট কামিন্স, আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে হায়দ্রাবাদের বোলাররা বেশ রান খরচ করলেও রশিদ খান ছিলেন বেশ হিসেবী। ৪ ওভারে মাত্র ২৪ রান দেয়ার সঙ্গে ২টি উইকেটও তুলে নিয়েছেন এই লেগ স্পিনার।


তাই তো জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেছেন, এভাবে সফল হতে থাকলে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরণকেও ছাড়িয়ে যান রশিদ। বর্তমানে ২৫৩ ম্যাচে ৩৫২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার ৭ নম্বরে আছেন তিনি।


promotional_ad

২২ বছর বয়সী রশিদ আরো ক্রিকেট খেলবেন বহু বছর। টি-টোয়েন্টি ছাড়ার আগে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী মুরালির ৮০০ উইকেটও ছাড়িয়ে যাবেন এই স্পিনার। গতকাল ম্যাচ শেষে ক্রিকবাজের একটি অনলাইন ভিডিও অনুষ্ঠানে এসেছিলেন হার্শা। সেখানেই রশিদকে নিয়ে জানালেন নিজের এমন ধারণার কথা।


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

তিনি বলেন, 'যখন রশিদ টি-টোয়েন্টি খেলা ছাড়বে সে তখন উইকেটের দিক দিয়ে টেস্ট ক্রিকেটের মুরালিকেও ছাড়িয়ে যাবে। আমি মনে করি টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যার দিক দিয়ে কেউ তাকে ছাড়িয়ে যেতে পারবে না। সে তো এখনি বোধ হয় সর্বকালের সেরা উইকেট শিকারীদের তালিকার তিন নম্বরে (৭ নম্বর) আছে, তার ক্যারিয়ার তো এখনো অনেক বাকি।'


তিনি আরো বলেন, 'সে বছর বছর আরো পরিণত গয়ে উঠছে। যখন সে ২০১৭ তে আসলো সে একজন উদীয়মান কিন্তু সে যখন বিগ ব্যাশ খেলা শুরু করলো সে তার দলের বোলারদের নেতৃত্ব দেয়া শুরু করলো। সে হায়দ্রাবাদের বোলিং লাইন আপেরও নেতৃত্ব দিচ্ছে। সেখানে সে মাঝের ওভারগুলোতে রান আটকে রাখে এবং উইকেট এনে দেয়। সে সত্যিই একজন জায়েন্ট।'


টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে সবার প্রথমে আছেন ডোয়াইন ব্রাভো। ৪৭৫ ম্যাচ খেলে ৫১৬ উইকেট নিয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা এবং সুনিল নারিন। দুজনেরই উইকেট সংখ্যা ৩৯০ টি। আর ৩৬১ উইকেট নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball