টি-টোয়েন্টি সিরিজের আগে ভিসা জটিলতায় পাঁচ আফগান ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র'য়ের পর এবার সীমিত ওভারের ক্রিকেটে লড়তে প্রস্তুত আফগানিস্তান। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে যোগ দিতে অপেক্ষায় আছেন পাঁচ আফগান ক্রিকেটার।
ভিসা জটিলতার কারণে এখনও আরব আমিরাতে যেতে পারেননি মুজিব উর রহমান, হামিদ হাসান, ওয়াকার সালামখেইল, আজমতউল্লাহ ওমরযাই এবং গুলবাদিন নাইব। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল এসিবি। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ১০ আফগান ক্রিকেটার আপাতত আরব আমিরাতেই অবস্থান করছেন। সংক্ষিপ্ত ফরম্যাটেও আফগানদের নেতৃত্ব দেবেন আজগর আফগান।
২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাত্র দুই দিনের জিম্বাবুয়ের কাছে হেরেছিল স্বাগতিকরা। ১০ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে আজিগর আফগানের দল। তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় দলটি।
আজগর আফগানের সেঞ্চুরি এবং হাশমতউল্লাহ শাহিদীর ডাবল সেঞ্চুরি সহ রশিদ খানের ঘূর্ণিতে ৬ উইকেটর জয়ে সিরিজ সমতায় শেষ করে আফগানিস্তান। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান শাহিদী।
এদিকে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচও হবে একই ভেন্যুতে। আবু ধাবিতে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৭ মার্চ। এরপর ১৯ এবং ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: আজগর আফগান (অধিনায়ক), রশিদ খান, মোহাম্মদ নবী, রহমতউল্লাহ গুরবাজ, আফসার জাজাই উসমান গনি, ইব্রাহিম জাদরান, হাশমাতুল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, আমির হামজা, ফজলহাক ফারুকী, নবীন উল হক, ফরিদ মালিক, মুজিব উর রহমান, হামিদ হাসান, গুলবাদিন নাইব, ওয়াকার সালামখেইল, আজমতউল্লাহ ওমরযাই।