আবুধাবিতে আজগর আফগানের দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। দুই দিনে টেস্ট হেরে বসেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ছিল উল্টো চিত্র। জিম্বাবুয়ের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছে আফগান ব্যাটসম্যানরা। দিন শেষে আজগর আফগানের সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩০৭ রান।
টসে জিতে ব্যাটিং করতে নেম??? দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় আফগানিস্তান। স্কোরবোর্ডে ৬ রান তুলতেই জাভেদ আহমাদির উইকেট তুলে নেন ভিক্টর এনউয়াউচি। এরপর রহমত শাহকে নিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন ইব্রাহিম জাদরান।
এই দুজন মিলে স্কোরবোর্ডে ৫০ রান যোগ করলেও দলীয় ৫৬ রানে রান আউটের ফাঁদে পরেন রহমত। ২৩ রানে রান আউটের ফাঁদে পরে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটসম্যান। তবে ওপেনিংয়ে নামা ইব্রাহিম জুটি বাধেন হাশমতউল্লাহ শহিদীর সঙ্গে। এই দুজনে মিলে ২ উইকেটে ৮৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান।

লাঞ্চের পর ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। তবে ব্যক্তিগত ৭২ রানে রায়ান বার্লের বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। দলীয় ১২১ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান এরপর আর পেছনে ফিরে তাকায়নি।
পরের দুই সেশনে জিম্বাবুয়ের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন আজগর আফগান এবং হাশমতউল্লাহ শহিদী। ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে চা বিরতির পর খেলতে নেমে ১২১ বলে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক আজগর। অন্য প্রান্তে শাহিদীও রান যোগ করতে থাকেন।
শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান স্কোরবোর্ডে যোগ করেন আজগর এবং শাহিদী। ৩ উইকেটে ৩০৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে আফগানিস্তান। আজগর অপরাজিত থাকেন ১০৬ রানে আর শাহিদী করেন ৮৬ রান। বার্ল এবং এনউয়াউচি নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান প্রথম ইনিংস: ৩০৭/৩ (৯০ ওভার) (আজগর ১০৬*, শাহিদী ৮৬*) (বার্ল ১/৩৪)