promotional_ad

টেলর-এরভিনকে ছাড়াই জিম্বাবুয়ের দল ঘোষণা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।


যেখানে জায়গা হয়নি ব্রেন্ডন টেলর এবং ক্রেগ এরভিন মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। এই দুজন ক্রিকেটার মূলত অসুস্থতার কারণে আফগানিস্তান বিপক্ষে সিরিজের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি।


শেষ পর্যন্ত তাদের টেস্ট সিরিজের জন্য বিবেচনা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এছাড়া ২০১৭ সালের পর আবারো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তারিসাই মুসাকান্দা। যিনি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন।


promotional_ad

টপ অর্ডার এই ব্যাটসম্যান সম্প্রতি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন। ১১১ এবং ১২৫ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্লও ২০১৭ সালের পর আবারো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।


যথারীতি দলটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শেন উইলিয়ামস। এ ছাড়া দলে আছেন উইকেটরক্ষক রেজিস চাকাভা, অলরাউন্ডার সিকান্দার রাজা ও ব্রেন্ডন মাভুতা। অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েসলে মাধুভেরেকেও দলে রাখা হয়েছে।


সিরিজে প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২ মার্চ। দ্বিতীয় ম্যাচটি হবে একই মাসের ১০ তারিখ। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মার্চ। সবগুলোই ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।


জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, সিকেন্দার রাজা, রেজিস চাকাভা, কেভিন কাসুজা, ওয়েসলে মাধুভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, ব্রেন্ডন মাভুতা, তারিসাই সাসুকান্দা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাম্বানি, রিচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি এবং ডোনাল্ড ত্রিপানো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball