বুধবার তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে পাপনের বৈঠক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৫ ঘন্টা আগে
সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঘোষণা করার কথা রয়েছে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল। যদিও পিছিয়ে যেতে পারে দল ঘোষণা। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন দল ঘোষণার আগে সিনিয়র তিন ক্রিকেটারের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। এরপরই ঘোষণা করা হবে নিউজিল্যান্ড সিরিজের দল।
১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটা?
১০ এপ্রিল ২৫
বুধবার সন্ধ্যায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে এই বৈঠকে।
মূলত সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলের ভরাডুবির কারণ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে নিউজিল্যান্ড সফর নিয়ে তাদের পরিকল্পনার কথাও জানতে চাইবেন তিনি।
এ প্রসঙ্গে পাপন ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবো। সাকিব তো থাকছে না এই সিরিজে। বাকিদের সঙ্গে কথা বলবো।'
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হবে। যদিও এই ভ্যাকসিন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক নয়।