আবারও পেছালো অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
গত ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু করোনা মহামারির কারণে সেই টেস্ট ম্যাচটির তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর আয়োজনের সূচি চূড়ান্ত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে এই টেস্টটি পিছিয়ে আগামী বছরের নভেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। গতকাল (১৯ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের স্থগিত ম্যাচটি আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে সিরিজ স্থগিতের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'সিরিজটি এই গ্রীষ্মেই আয়োজনের জন্য আমরা সবরকম চেষ্টা চালিয়েছি। কিন্তু করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ ও কোয়ারেন্টাইন নিয়মের কারণে উভয় পক্ষই বুঝতে সমর্থ্য হয়েছে যে সিরিজটি পরবর্তীতে খেলতে হবে।'
সব ঠিক থাকলে আগামী বছরের এই টেস্টটি হতে যাচ্ছে আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট ম্যাচ। দেশটি এবারই প্রথম অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে টেস্ট খেলতে যাচ্ছে। এমনকি উপমহাদেশের বাইরে এটাই তাদের প্রথম টেস্ট।
২০১৭ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানকে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা দেয়। ২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে দেশটির। নিজেদের প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২৬২ রানে হারলেও পরের টেস্টেই নিজেদের প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান।
তারপর থেকেই রশিদ খান-মোহাম্মদ নবীরা টেস্ট ক্রিকেটে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে আসছে। ইতিমধ্যে চারটি টেস্ট ম্যাচের মধ্যে দুটি টেস্ট জিতে নিয়েছে তাঁরা।আফগানিস্তানের টেস্ট জয় দুটি এসেছে আয়রল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারায় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।