promotional_ad

চট্টগ্রামে মুমিনুলের বদলি রুয়েল

তানভীন তামিম / ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। গেল শনিবার (২৮ নভেম্বর) জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের এই ব্যাটসম্যান। তাঁর ইনজুরিতে কপাল খুলেছে তরুণ পেসার ‍রুয়েল মিয়ার।


চলতি টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেখানে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ব্যাটিং খুব একটা সুযোগ মেলেনি। টুর্নামেন্টে চট্টগ্রামের ৯ উইকেটের দুই জয়ে ৮ ও ৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।


তাঁর না থাকায় কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে চট্টগ্রামকে। এতদিন জানা না গেলেও অবশেষে জানা গেছে তাঁর পরিবর্তে রুয়েলকে দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়েছেন এই পেসার। 



promotional_ad

গেল বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়ছিলেন রুয়েল। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নেন সিলেট বিভাগের এ পেসার।


এর মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরের রেকর্ড ভেঙেছেন ১৮ বছর বয়সি রুয়েল। এছাড়া মুত্যঞ্জয়ের ইনজুরিতে যুব বিশ্বকাপ দলেও সুযোগ পেয়েছিলেন তিনি।


পুরো টুর্নামেন্ট থেকে মুমিনুল ছিটকে যাওয়ার পর জানা যায় সেরে উঠতে অস্ত্রপচার করতে হবে তাকে। শুক্রবার জানা গেল, মুমিনুলকে অস্ত্রোপচারের জন্য দুবাই পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


৮ ডিসেম্বর ছুরিকাঁচির নিচে যাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকার কারণেই দুবাইতে পাঠানো হচ্ছে মুমিনুলকে। কারণ সে দেশে কোয়ারেন্টাইন নিয়ে তেমন কোনো জটিলতা নেই।



এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে দেবাশীষ বলেন, আমরা মুমিনুলকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছি, কারণ সেখানে কোয়ারেন্টাইনের তেমন কোন ঝামেলা নেই। ইতোমধ্যে সে ভিসার জন্য আবেদন করেছে। সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে তার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট মুমিনুলকে পেতেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball