জাদেজার কনকাশন 'ইনজুরি' না 'নাটক'?

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যার ফলে তার কনকাশন হিসেবে মাঠে নেমেছিলেন যুবেন্দ্র চাহাল।
কিন্তু মজার বিষয় ছিল জাদেজার হেলমেটে আঘাতের পর তার ইনজুরি কতোটা গুরুতর সেটি দেখতে মাঠে আসেননি কোনো চিকিৎসক। সেই সঙ্গে উপস্থিতি ছিল না কোনো ফিজওরও।
মাথায় আঘাত পেলেন, কনকাশনও নামালেন কিন্তু পরীক্ষা ছাড়াই, বিষয়টি কেমন অদ্ভূত লাগছে না? তবে কি বিষয়টি সাজানো কোনো নাটক? এটা স্বভাবতই মনে আসতেই পারে।

চাহালের কনকাশন সাব হিসেবে নামায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ক্রিকেট অঙ্গনে। কোনো পরীক্ষা ছাড়াই জাদেজাকে উঠিয়ে চাহালকে নামানোর অনুমতি দেয়ার প্রশ্নবিদ্ধ হচ্ছেন ম্যাচ রেফারি ডেভিড বুনও।
একই সঙ্গে প্রশ্ন উঠেছে চাহালকে নামানোয়। সাধারণত আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার খেলা চলাকালীন মাথায় আঘাত পেলে তার পরিবর্তে অন্য একজনকে নামানো যাবে। তবে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যানকে নামাতে হবে, বোলারের পরিবর্তে বোলার।
জাদেজা ছিলেন অলরাউন্ডার। সেই হিসেবে তার পরিবর্তে নামানোর কথা ছিল আর একজন অলরাউন্ডারকে। কিন্তু তা না করে বোলিংয়ের সময় চাহালকে দিয়ে বোলিং করিয়েছে ভারত। হিসেবে দুইজনকেই ব্যবহার করেছে দলটি। আর এতেই শুরু হয় সমালোচনার ঝড়।
পরীক্ষা না করেই কনকাশনের অনুমতি দেয়ায় ক্ষেপেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ। ফক্স ক্রিকেটে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, 'সে কি সেখানে বা পরে কনকাশন পরীক্ষা করিয়েছে? সে ব্যাট করতে পারবে না ঠিক আছে, আপনি একজন ব্যাটসম্যানের বদলি হিসেবে একজন বোলারকে নামাতে পারেননা।'
সাবেক ইংল্যান্ড অধিনায়ক তো মনেই করছেন জোর করে ইনজুরিতে পরেছেন জাদেজা যাতে করে চাহালকে বদলি হিসেবে নামানো যায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি টুইট করে বলেন, 'জাদেজার কনকাশন পরীক্ষা করতে না আসলেন কোনো ডাক্তার, না আসলেন কোনো ফিজিও। প্রথমে দেখে মনে হয়েছিল তার পায়ে কিছু হয়েছে। এরপরই কনকাশনে তার বদলি নামানো হল।'
ভারতের ইনিংসের শেষ ওভারে বলে স্টার্কের করা এক বাউন্সার কাল হয়ে দাঁড়ায় জাদেজার জন্য। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলতে নেমে জাদেজা সে সময় খেলে ফেলেছিলেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস। কিন্তু স্টার্কের সেই বাউন্সার সরাসরি আঘাত হানে জাদেজার হেলমেটে। ফলাফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।