promotional_ad

শুক্রবারের ম্যাচের সময় পরিবর্তন

বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পরিবর্তন এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচীতে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হবে বেলা ১২ টায়। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭ টায় মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি দুই ঘন্টা এগিয়ে বিকেল ৫ টায় নিয়ে আসা হয়েছে।


পরিবর্তিত এই সূচী শুধুমাত্র ৪ ডিসেম্বরের দুটি ম্যাচের জন্য প্রযোজ্য। বাকি সূচী অপরিবর্তিত থাকবে। বুধবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

নতুন সূচী অনুযায়ী শুক্রবার ফরচুন বরিশাল এবং জেমকন খুলনার মধ্যকার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২ টায়। টস হবে সকাল ১১টা ৩০ মিনিটে। এরপর দেড়টা থেকে ১টা ৫০ পর্যন্ত বিরতি। দ্বিতীয় ইনিংস শুরু হবে ১টা ৫০ মিনিটে।


অপরদিকে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। এ ম্যাচের টস অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৪টায়। সাড়ে ৬টা থেকে ৬ টা ৫০ পর্যন্ত থাকবে বিরতি। এরপর ৬টা ৫০ থেকে শুরু হবে দ্বিতীয় ইনিংস।


এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে চার ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে ঢাকা এবং বরিশাল। বরিশালের একটি মাত্র জয় রাজশাহীর বিপক্ষে। আর ঢাকা তাঁদের প্রথম জয়ের দেখা পেয়েছে বুধবার বরিশালের বিপক্ষে।



অপরদিকে চার ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে জেমকন খুলনা। এর ভেতর একটি ঢাকার বিপক্ষে অপরটি বরিশালের বিপক্ষে। আর তিন ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে রাজশাহী। নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে লড়ছে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball