দুই-তিন ম্যাচ দেখে বিচার করার সুযোগ নেই: তামিম

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কেপিজে হাসপাতালের সবাইকে আজীবন হৃদয়ে লালন করব: তামিম
২৯ মার্চ ২৫
চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর দেশের সীমিত ওভারের দলকে সামলানোর গুরুভার পড়ে তামিম ইকবালের ওপর।
অধিনায়কত্ব পাওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি তামিম ইকবালের। কেননা দায়িত্ব বুঝে নেবার পরই করোনা মহামারির কারণে বন্ধ হয়ে গিয়েছিল দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট।
যদিও জাতীয় দলকে ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন এই ওপেনার। সেই টেস্টে হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত জাতীয় দলকে তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। সেখানে একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দিন শেষে প্রাপ্তির ঝুলিটা যে একেবারেই শূণ্য তাঁর।

করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরেছে দেশ। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব না করলেও নেতৃত্ব দিয়েছিলেন বিরতি কাটিয়ে ফেরা প্রেসিডেন্টস কাপে। কিন্তু খুব একটা নজর কাড়তে পারেননি কারোরই।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। অধিনায়ক হিসেবে বারবার ব্যর্থ হওয়ার কারণে বরাবরই নেতৃত্ব ইস্যুতে বেশ প্রশ্নবিদ্ধ হতে হয় দেশসেরা এই ওপেনারকে। অনেক ক্ষেত্রে প্রশ্ন জাগে তবে কি অধিনায়কত্বের চাপটাই এখনও নিতে সক্ষম হয়ে উঠেননি তামিম?
প্রশ্নের উত্তর দিলেন তামিম নিজেই। জানালেন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলায় চাপটা সেভাবে বুঝতে পারছেন না তিনি। একই সঙ্গে চাপের বিষয়টা সাংবাদিকদের বানোয়াট বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
তামিম বলেন, 'অধিনায়কত্বের প্রেশার আমি তো এখনো পর্যন্ত ওই রকম কোনো ম্যাচই খেলি নাই। ওটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হইতে হবে তো। অধিনায়কত্বের প্রেশার এটা আসলে আপনাদের বানানো। আমি এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলি নাই।'
সেই সঙ্গে তামিম এখনই তাঁর অধিনায়কত্ব নিয়ে এখনই বিচার না করতে অনুরোধ করেন। তিনি পর্যাপ্ত সময় চান তাঁকে প্রমাণ করার।
এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি ওই দিন বলেছি যে ক্যাপ্টেন্সি আপনারা বিচার করবেন ছয় মাস বা এক বছর পর। ওইটা পৃথিবীর যত বড় অথবা ছোট লিডার হোক। দুই ম্যাচ তিন ম্যাচ পর আপনারা শুরু করেন কী ক্যাপ্টেন্সি প্রেশার।'
'একটা বাচ্চা হাঁটতে কিন্তু নয় মাস সময় লাগবে। একদিনে সে না হাঁটলে তো আপনি বলতে পারেন না। খেলায় আমার অধিনায়কত্ব কতটা প্রভাব ফেলছে সেটা অন্তত বিশ ম্যাচ পর বিচার কইরেন। দুই তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।'