promotional_ad

ক্রিকইনফোর ভবিষ্যত ২০ সেরার তালিকায় বাংলাদেশের মুর্শিদা

ছবি: সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নতুন দশক শুরু হয়েছে প্রায় বছরখানেক হলো। যদিও করোনার কারণে খুব বেশি খেলার সুযোগ পায়নি ক্রিকেটাররা। তারপরও সামনের এক দশক ক্রিকেট-দুনিয়া শাসন করতে পারেন এমন ২০ নারী ক্রিকেটারর তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফোর ক্রিকেট মান্থলি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন।


বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা ২০ নারী ক্রিকেটারের তালিকা। যা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সেরা ২০ নির্বাচনের ক্ষেত্রে বয়সের দিকে নজর দিয়েছে তারা। ক্রিকেটারা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় ৩১ ডিসেম্বর ২০১৯ এর আগে ২২ বছর হয়নি এমন বয়সের ক্রিকেটারদের তালিকাভূক্ত করেছে তারা। 


বাংলাদেশের সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিক বিষয়ের কারণে বাংলাদেশে মেয়েদের জন্য ক্রিকেট খেলাটা একটু কঠিন। ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে অনেক বাঁধার সম্মুখীন হতে হয় তাঁদের। ভিন্ন কিছু হয়নি কুষ্টিয়ার খোকসা উপজেলার থানাপাড়া থেকে উঠে আসা বাঁহাতি এই ওপেনারের ক্ষেত্রেও। শুরু দিকে পরিবারের বাঁধা থাকলেও পরবর্তীতে মায়ের কল্যাণে ক্রিকেট খেলা শুরু করেন তিনি। যে কারণে মাকেই নিজের জীবনের সবচেয়ে বড় হিরো মনে করেন।



promotional_ad

এ প্রসঙ্গে মুর্শিদা বলেন, ‘আমার মা হাওয়া খাতুন আমার জীবনের সবচেয়ে বড় হিরো। সমর্থনের ক্ষেত্রে তিনি আমার জীবনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ছিলেন। যখন আমি কম ফ্রি থাকি তখন আমি মা'র সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। এমনকি যদি এটি দশ মিনিটও হয় তবুও আমি তার সঙ্গে থাকায় ভাল অনুভব করি। আমার ক্যারিয়ারকে ক্রিকেটে ধাবিত করতে  তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন।’


বাংলাদেশ জাতীয় পুরুষ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েন ‍মুর্শিদা। এছাড়া ভারতীয় নারী দলের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানাকে নিজের রোল মডেল মানেন তিনি।


ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা দশ ব্যাটসম্যানের মাঝে নিজেকে দেখতে চান কুষ্টিয়ার এই ক্রিকেটার। সেই সঙ্গে বেশ কয়েকটি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান ২১ বছর বয়সি এই ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয়ই ফরম্যাটেই শীর্ষ দশ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে থাকতে চাই এবং কয়েকটি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই।’


ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজকে নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে দাবি করেছেন এই ওপেনার। যদিও সেদিন মাত্র ১২ করে অপরাজিত ছিলেন তিনি এবং বাংলাদেশ সেই ম্যাচটি হেরেছিল। তারপরও তিনি মনে করছেন, সেই ম্যাচটিই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন।



বাংলাদেশের মুর্শিদা ছাড়াও সেরা ২০ এর তালিকায় জায়গা পেয়েছেন ভারত, ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,  শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি ৫ জন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। এছাড়া ভারতের ৩ জন, ইংল্যান্ডের ২ জন , ওয়েস্ট ইন্ডিজের ২ জন, দক্ষিণ আফ্রিকার ২ জন আর একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন পাকিস্তানম, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের।


ক্রিকইনফোর ভবিষ্যত সেরা ২০ নারী ক্রিকেটার:


শেফালি ভার্মা (ভারত), সোফিয়া মলিনেক্স (অস্ট্রেলিয়া), লাউরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), সোফিয়া একলেস্টন (ইংল্যান্ড), ইশি ওয়ং ইংল্যান্ড), শাবিকা গাজনাবি (ওয়েস্ট ইন্ডিজ), অ্যামিলিয়া কের (নিউজিল্যান্ড) জেমি রদ্রিগেজ (ভারত), টাইলা ভালেমিংক (অস্ট্রেলিয়া), সারাহ গ্লেন (ইংল্যান্ড), নাদাইন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত) উমাইমা সোহেল (পাকিস্তান), জর্জিয়া ওয়ারেহ্যাম (অস্ট্রেলিয়া), সেনেতা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ), মুর্শিদা খাতুন (বাংলাদেশ), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), কাশিভা দিলহারি (শ্রীলঙ্কা), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball