promotional_ad

আইপিএলে সেরা ইংল্যান্ড, তলানিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারত ছাড়া টেস্ট খেলুড়ে ৭টি দেশের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। সবচেয়ে বেশী অস্ট্রেলিয়ার ১৭জন আর সর্বনিন্ম মাত্র একজন ছিল শ্রীলঙ্কার। তবে এক দেশ থেকে সবচেয়ে কম ৫জন খেলোয়াড় আইপিএলে খেলেছেন এই সংখ্যা ৫টি। 


শ্রীলঙ্কার পাশাপাশি আফগানিস্তান থেকে ছিলেন ৩জন। তাই স্মার্ট পরিসংখ্যানে জায়গা হয়নি এই দুই দেশের। এই ৫ দলের মধ্যে মাত্র ১০ ক্রিকেটার নিয়ে সবার ওপরে অবস্থান ইংল্যান্ডের। ইংলিশ ক্রিকেটাররাই এবারের মৌসুমে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইফোর প্রকাশিত স্মার্ট পরিসংখ্যানে প্রতি ম্যাচে সবচেয়ে বেশী প্রভাব রেখেছেন বেন স্টোকস-জস বাটলাররা। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও ১০ ইংলিশ ক্রিকেটারে সম্মলিত 'ইমপ্যাক্ট রেটিং' ৩৭.১। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৮ এবং বোলিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭.৮৬। 


promotional_ad

সবচেয়ে বেশী ১৭জন ক্রিকেটার থাকলেও আইপিএলে তেমন প্রভাব ফেলতে পারেননি স্মিথ-ওয়ার্নাররা। ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ানদের প্রভাব মাত্র ২৫.৭৯। বোলিংয়ে প্রভাব মাত্র ৯.৪৩ যা সব দলের চেয়ে নীচে। 


৯জন ক্রিকেটার নিয়ে ব্যাটিংয়ে দ্বিতীয় সেরা প্রভাব ফেলেছেন উইন্ডিজ ক্রিকেটাররা। গেইল-পুরানরা ৩৬.৪১ রেটিং তুললেও বোলিংয়ে মাত্র ১২.৪১ রেটিং তুলেছেন ক্যারিবিয়ান বোলারর। কাগিসো রাবাদা-এনরিচ নরকিয়া দারুণ খেললেও প্রোটিয়া ক্রিকেটারদের বোলিংয়ে রেটিং মাত্র ১৫.৯৯।


১০জন ক্রিকেটার নিয়ে ব্যাটিংয়ে আফ্রিকার রেটিং প্রায় ৩১। মাত্র ৫জন ক্রিকেটার নিয়ে বোলিংয়ে সবার সেরা নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টদের রেটিং ২৪.০১ আর ব্যাটিংয়ে এরাই সর্বনিন্ম মাত্র ১৩৩ রেটিং। 


বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী স্মার্ট স্ট্রাইক রেট ওয়ালা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। ২২৪.০৬ স্ট্রাইক রেটে ১০ ইনিংসে ২৬৮ রান করা এই ব্যাটসম্যানের স্মার্ট রান ৩১৩.৬৮।


২০০.৭৩ স্ট্রাইক রেট নিয়ে সতীর্থ নিকোলাস পুরান আছেন দ্বিতীয়তে। ৪১৭.৫১। তবে কলকাতার অধিনায়ক ইয়ন মরগানের স্মার্ট রান সবচেয়ে বেশী। ১৫২.৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যানের স্মার্ট রান ৪৬০.৪০।


বিদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন রশিদ খান। মাত্র ৩.৮১ স্মার্ট ইকোনমি তার। ১৬ ইনিংসে ২০ উইকেট নেয়া হায়দরাবাদের এই স্পিনারের টুর্নামেন্টের ইকোনমি ৬'র নীচে। ৪.২৪ স্মার্ট ইকোনমি নিয়ে দ্বিতীয়তে আছেন ইংল্যান্ড এবং রাজস্থানের জফরা আর্চার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball