promotional_ad

বোল্টকে ছেড়ে দেয়ায় দিল্লির সমালোচনায় মুডি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ট্রেন্ট বোল্ট। তবে এবারের আইপিএলের নিলামে কিউই এই পেসারকে ছেড়ে দেয় দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁকে দলে ভেড়ায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


বোল্টকে দিল্লির ছেড়ে দেয়ার সিদ্ধান্তটি মোটেও পছন্দ হয়নি সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ টম মুডির। বোল্টকে দলে ভিড়িয়ে মুম্বাই দারুণ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।



promotional_ad

মুডি বলেন, 'আমার কাছে মনে হয় এটা দারুণ সিদ্ধান্ত। আমি জানি ওই সময়ে তারা জানতো না আইপিএল সংযুক্ত আরব আমিরাতে হবে। কিন্তু বোল্ট মুম্বাইতেও ভয়াবহ হতো। কারণ সেখানে বল সুইং করে।'


মুম্বাই ছাড়াও বোল্টের মতো বোলারকে পেতে মুখিয়ে ছিল আইপিএলের বাকি দলগুলোও। এই প্রসঙ্গে মুডির ভাষ্য, 'যদি তারা (দিল্লি) বোল্টকে রাখতে চাইতো, তাহলে তার সঙ্গে কথা বলতে পারতো অথবা নিলামের মাধ্যমে রাখতে পারতো। কেবল মুম্বাই না, অন্য দলগুলোও তার দিকে কঠিন দৃষ্টি রেখেছিল।'


এবারের আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন বোল্ট। যেখানে ওভার প্রতি রান ৮.৫৫ গড়ে রান দিয়েছেন তিনি। তবে বোল্ট আলাদা করে নজর কেড়েছেন পাওয়ার প্লেতে তাঁর কার্যকারীতার জন্য।



সেকারণে বোল্টকে আইপিএলের পাওয়ার প্লের অন্যতম সেরা বোলার হিসেবে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মুডি। তিনি বলেন, 'বোল্ট আইপিএলের পাওয়ারপ্লেতে অন্যতম সেরা বোলার যে কিনা সবচেয়ে শক্তিশালী দলগুলোর সেরা উপহার। সে ভিন্নধর্মী একজন বোলার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball