পাকিস্তান সিরিজই শেষ এলটন চিগাম্বুরার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেবেন জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিগাম্বুরা। এরই মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বুলাওয়েতে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চিগাম্বুরার। এরপর এই ফরম্যাটে ২১৩ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি আর ১৯ হাফ সেঞ্চুরিসহ ৪ হাজার ৩৪০ রান করেন তিনি। বল হাতে নেন ১০১ উইকেট।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে অভিষেক হয় চিগম্বুরার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫২ ম্যাচ খেলে ব্যাট হাতে ৮৫২ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া বল হাতে ১৬ উইকেট শিকার করেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
সাদা পোশাকে চিগাম্বুরার পথচলাটা অবশ্য দীর্ঘ হয়নি। এত বছরের ক্যারিয়ারে মাঠে নেমেছেন মাত্র ১৪টি টেস্টে। সর্বশেষ ২০১৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন চিগাম্বুরা।
টেস্ট ক্যারিয়ারে মাত্র চারবার হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন চিগাম্বুরা। ব্যাট হাতে সবমলিয়ে তাঁর সংগ্রহ ৫৬৯ রান। আর বোলিংয়ে ২১ উইকেট নিয়েছেন তিনি।
শনিবার থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টি। মঙ্গলবার একই ভেন্যুতে হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি। ওই ম্যাচ দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার এলটন চিগাম্বুরা।