ওয়ার্নারদের বুদ্ধির কাছে পরাজিত বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের এবারের আসরের প্রথম এলিমেনটরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়েছে ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদ। মূলত বুদ্ধি এবং কৌশল খাটিয়েই কোহলিদের পরাস্ত করেছে হায়দরাবাদ। দলটির ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের মতামত এমনটাই।
শুক্রবারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। ৪ ওভার বল করে ২৫ রান খরচায় তিন উইকেট পান হোল্ডার। এরপর ব্যাট হাতে ২০ বলে ২৪ রান করেন তিনি। ফলে ছোট লক্ষ্য তাড়া করে ছয় উইকেটের সহজ জয় পায় হায়দরাবাদ।

বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের পর হোল্ডার বলেন, 'আমার কাছে এটা পুরোটাই বুদ্ধি প্রয়োগের ফল। আমরা নির্দিষ্ট ক্রিকেটার নিয়ে অনেক আলোচনা করেছি, আর এসব তার প্রয়োগ। আমাদের বোলাররা তাদের স্কিল ও বুদ্ধি ব্যবহার করে সফল হয়েছে।'
৮ নভেম্বর (রবিবার) দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হায়দরাবাদ। এই ম্যাচ জিতে ফাইনালে পা রাখার প্রতি নজর হোল্ডারের। এক্ষেত্রে নিজেদের মনোবলও বেশ চাঙা আছে বলে জানান তিনি।
হোল্ডার বলেন, 'আমাদের মনোবল চাঙা রয়েছে যেহতু আমরা টুর্নামেন্টের শেষদিকের কিছু ম্যাচে ভালো খেলেছি। আমরা ঠিক সময়ে জ্বলে উঠেছি এবং ভালো মোমেন্টামে আছি। একেক জন একেক দিন জায়গায় ভালো খেলছে। আরেকটা ভালো প্রচেষ্টায় আমরা ফাইনালে পৌঁছে যাবো।'
আইপিএলে দারুণ পারফর্ম করা হোল্ডার টুর্নামেন্টের শুরুতে কোনো দলে সুযোগ পাননি। তবে মরনে মরকেলের ইনজুরিতে হায়দরাবাদ দলে জায়গা হয় তাঁর। এরপর ৬ ম্যাচে মাঠে নেমে ১৩ উইকেট শিকার করেন তিনি।