promotional_ad

দ্রুতই জ্বলে উঠবেন তামিম, বিশ্বাস সালাহউদ্দিনের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে মেলে ধরতে পারছেন না তামিম ইকবাল। এমনকি সফলতা পাননি কয়েকদিন আগে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপেও। তবে দেশের স্বনামধন্য ক্রিকেট কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বিশ্বাস দ্রুতই জ্বলে উঠতে পারবেন তামিম। একই সঙ্গে টাইগার ওপেনারের ব্যাটিংয়ে টেকনিক্যাল কোনো সমস্যা নেই বলে মনে করেন তিনি।


প্রেসিডেন্টস কাপ শেষ হওয়ার পরই ক্রিকেটাররা ছুটিতে গেলেও নিজেকে ফিরে পেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তামিম। প্রথমদিকে একা অনুশীলন করতে দেখা গেলেও ৩ ও ৪ নভেম্বর সালাহউদ্দিনের সঙ্গে কাজ করতে দেখা গেছে বাংলাদেশর এই ওয়ানডে অধিনায়ককে।



promotional_ad

দেশসেরা এই ওপেনারের বিকল্প কয়েকটি স্কোরিং এরিয়া নিয়ে কাজ করেছেন সালাহউদ্দিন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি যে সে পুরোপুরি ঠিক আছে। এটি কেবল সময়ের ব্যাপার যখন তিনি জ্বলে উঠবেন। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তার ঝুলিতে যে অভিজ্ঞতা আছে সেই কথা বিবেচনা করে তার ধারাবাহিক হওয়া দরকার। দেখুন, আমরা খুব কম ম্যাচ খেলেছি অবশ্যই সমস্যা হবে। তবে সে পরিণত এবং আমি আশা করি যখন সে ম্যাচ খেলেই সমস্যা কাটিয়ে উঠবে।’


বিসিবি প্রেসিডেন্টস কাপে চার ম্যাচে মাত্র ১০১ রান করেছেন তামিম। যেখানে সর্বোচ্চ ৫৭ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। তবে তামিমের ব্যাটিংয়ে বড় কোন সমস্যা দেখছেন না সালাহউদ্দিন। টেকনিক্যাল ইস্যু নিয়ে নয়, বরং আপাতত কৌশলগত দিক নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান এই অভিজ্ঞ কোচ।  


সালাহউদ্দিন বলেন, ‘সে আগে কিভাবে ব্যাটিং করেছে (দুদিনের ম্যাচ বা বিসিবি প্রেসিডেন্ট কাপে) আমি তা দেখিনি। তবে তার ব্যাটিংয়ে আমি কোনও বড় সমস্যা পাইনি। সে স্কোর করছে কি-না তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমরা প্রযুক্তিগত ইস্যুতে কাজ করিনি। আমরা কৌশলগত বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি বলতে পারেন এটি একটি নিত্যনৈমিত্তিক কাজ ছিল।’



বাংলাদেশে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ কাপ শুরুর আগে পাকিস্তান সুপার লিগে প্লে অফের ম্যাচ খেলতে যাবেন তামিম। ক্রিস লিনের পরিবর্তে তাঁকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর মঈন আলীর পরিবর্তে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে মুলতান সুলতান্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball